নির্বাচনের প্রশিক্ষণ পূর্বে

বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র পূরণ সহ জমা দেওয়ার জন্য পদ্ধতি জানাতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক অফিসে সর্বদলীয় বৈঠকে এ বিষয়ে জানানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০০:৪৪
Share:

বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র পূরণ সহ জমা দেওয়ার জন্য পদ্ধতি জানাতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক অফিসে সর্বদলীয় বৈঠকে এ বিষয়ে জানানো হয়।

Advertisement

পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে আগামী ১১ এপ্রিল থেকে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি বিস্তারিতভাবে জানাতে আগামী ৫ এপ্রিল সব স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য।

জেলাশাসক বলেন, ‘‘ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে জানাতে স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৫ এপ্রিল জেলা প্রশাসনিক ভবনে ওই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’’

Advertisement

জেলা শাসক ও জেলা পুলিশ সুপার-সহ জেলা নির্বাচন দফতরের আধিকারিকদের নিয়ে সর্বদলীয় বৈঠকে সিপিএম, সিপিআই, ফব, আরএসপি, কংগ্রেস, বিজেপি দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিরোধী দলগুলির তরফে জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় বাহিনী টহলদারি বৃদ্ধি, জেলার লাগোয়া এলাকায় বহিরাগতদের যাতায়াত ঠেকাতে সীমানা অবিলম্বে সীল করার দাবি জানানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement