খড়্গপুর ডিভিশনে ধীরে চলছে একাধিক ট্রেন। —ফাইল চিত্র।
খড়্গপুর ডিভিশনে হাওড়া-খড়্গপুর সেকশনে বালিচক স্টেশনে সিগন্যালিং ওয়্যার পুড়ে বিভ্রাটে ট্রেন চলাচল। মঙ্গলবার দুপুরের পর থেকে আপ এবং ডাউন লাইনে ‘ম্যানুয়ালি’ চলছে ট্রেন। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রেল সূত্রে খবর, সমঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনে হাওড়া-খড়গপুর সেকশনের বালিচক লেভেল ক্রসিং সংলগ্ন গুমটিতে হঠাৎই আগুন লেগে যায়। তাতে পুড়ে যায় ইলেকট্রনিক্স সিগন্যালিং সিস্টেমের কেবল। এর ফলে আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন। বেশ কিছু ক্ষণ রেল চলাচল বন্ধ থাকার পর ম্যানুয়াল সিস্টেমে ধীর গতিতে ট্রেন চলাচলের বন্দোবস্ত করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী বলেন, ‘‘দুপুর দেড়টা নাগাদ গুমটির কেবিল পুড়ে গিয়েছে। সেই কারণে ম্যানুয়াল ভাবে ট্রেন চালানো হচ্ছে।’’ খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার বলেন, ‘‘কেবল পুড়ে যাওয়ার কারণে ধীর গতিতে দূরপাল্লা এবং লোকাল ট্রেন চলছে। মেরামতির কাজও চলছে।’’