মৃত ইসরাফিলের পরিবারের সদস্যদের পাশে বিধায়ক সোহম চক্রবর্তী-সহ তৃণমূল নেতারা। —নিজস্ব চিত্র।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় মৃত্যুর অভিযোগ উঠেছে এক যুবকের। সেই মৃত শেখ ইসরাফিলের মৃত্যুর পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন তৃণমূল নেতৃত্ব। শনিবার রাতে চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী ওই টাকা তুলে দিয়েছেন। অভিনেতা-বিধায়কের কথায়, “তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুর ঘটনায় মর্মাহত। তাঁর নির্দেশেই মৃতের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিতে এসেছি।’’ সোহমের সংযোজন, “টাকা দিয়ে কোনও মানুষের জীবনের মূল্যায়ন হয় না। তবে ওই পরিবার রোজগেরে তরতাজা যুবককে হারিয়ে অসহায় হয়ে পড়েছে। তাই আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি।’’
স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের চণ্ডীপুরে দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন সাইকেল আরোহী ইসরাফিল। স্থানীয়দের দাবি,ওই সময় ঘটনাস্থলের দিয়ে দ্রুত গতিতে চলে গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। এবং ওই কনভয়ের একটি গাড়ির ধাক্কাতেই ভৈরবপুরের যুবকের মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে রাতভর ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন চলে। এই ঘটনায় শুভেন্দুর গ্রেফতারির দাবি পর্যন্ত তোলেন দলে শাসকদলের নেতারা।
শুক্রবার দেহের ময়নাতদন্তের পর মিছিল করেন দোলা সেন, বিধায়ক সোহম-সহ তৃণমূলের একঝাঁক নেতানেত্রী। রাতে এই ঘটনার প্রতিবাদে কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনেও বিক্ষোভ মিছিল করে তৃণমূল। তখন উত্তরবঙ্গে জনসংযোগ যাত্রায় ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি সেখান থেকেই মৃতের পরিবারের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন।
শনিবার রাতের দিকে ৫ লক্ষ টাকার চেক নিয়ে ইসরাফিলের বাড়িতে হাজির হন স্থানীয় বিধায়ক, তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি-সহ জেলা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সোহমের দাবি, “তৃণমূল আন্তরিকতা থেকে এই আর্থিক সাহায্য করছে। এই ঘটনার পর উত্তরবঙ্গ থেকে আমার সঙ্গে অভিষেক যোগাযোগ রেখেছেন। আমরা মানবিকতার খাতিরে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছি।’’