দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন পবিত্র কর। - নিজস্ব চিত্র
তৃণমূল ছেড়ে সদলবলে বিজেপিতে যোগ দিলেন নন্দীগ্রামের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর। শুক্রবার বিকেলে কলকাতায় রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। সঙ্গে ছিলেন ওই পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ভুঁইয়াও।
নিজে বিজেপিতে যোগ দেওয়ার পরে পবিত্রর দাবি, এ বার ধাপে ধাপে ওই পঞ্চায়েতের প্রায় সমস্ত সদস্যই বিজেপিতে যোগ দেবেন। এর পর বয়াল-১ গ্রাম পঞ্চায়েত বিজেপি-র দখলে চলে আসবে বলেও দাবি করেছেন তিনি। পবিত্র বলেন, ‘‘শীঘ্রই নন্দীগ্রামে দলবদলের একটি মেগা মেলা হবে। যেখানে নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত ১৭টি গ্রাম পঞ্চায়েতের প্রথম সারির বহু নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবেন।’’
পবিত্রর বিজেপিতে যোগদান নিয়ে নন্দীগ্রাম জুড়ে শুরু হয়েছে চাপা গুঞ্জন। অনেকে প্রশ্ন তুলেছেন, এটা কি নন্দীগ্রামে তৃণমূলের ভাঙনের প্রথম চিত্র? যদিও নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, ‘‘ওরা গেলে নন্দীগ্রামে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। সময় এলে ওরা সব টের পাবে।’’