বিজেপি নেতাকে প্রকল্পের চেক দিলেন তৃণমূল নেতা

গত বছর লোকসভা ভোটের কিছুদিন আগে মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গড়বেতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৫
Share:

কৃষকবন্ধুর চেক বিলি। নিজস্ব চিত্র

বিজেপি নেতার হাতে কৃষকবন্ধুর চেক তুলে দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। মঙ্গলবার দুপুরে গড়বেতা গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে গড়বেতার বিজেপি নেতা দিলীপ পালের হাতে রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পে ৪ হাজার ৭০০ টাকার চেক তুলে দেন তৃণমূল পরিচালিত গড়বেতা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাজপেয়ী। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা অনুপ কুমার। গড়বেতা গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এদিন পঞ্চায়েত এলাকার কৃষকদের মধ্যে কৃষকবন্ধু প্রকল্পে ৬০০ চেক তুলে দেওয়া হয়। সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার চেক এদিন তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। এদিন বেলা ১১ টা থেকে চেক দেওয়া শুরু হলেও সকাল থেকেই পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে লাইন পড়ে যায় কৃষকদের। সেখানেই লাইনে দাঁড়িয়ে চেক নেন বিজেপি নেতা দিলীপ পাল। যিনি একসময় ছিলেন তৃণমূলের গড়বেতা ব্লক সভাপতি তথা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। গত বছর লোকসভা ভোটের কিছুদিন আগে মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে আসেন। দলে পদ না পেলেও বিজেপির সক্রিয় কর্মী দিলীপ গড়বেতায় গেরুয়া শিবিরের কর্মসূচিতে সামনের সারিতেই থাকেন। মুখ্যমন্ত্রীJ ছবি দেওয়া খাম সহ চেক নিয়ে বিজেপি নেতা দিলীপ পাল বলেন, ‘‘আমার এক একরের বেশি জমি রয়েছে, আবেদন করেছিলাম, তাই কৃষকবন্ধু প্রকল্পে ৪ হাজার ৭০০ টাকার চেক এদিন পেলাম।’’ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত চেক বণ্টনে তাহলে নিরপেক্ষতাই দেখাচ্ছে? দিলীপ বলেন, ‘‘কৃষকেরাই লাইন দিয়েছেন, তাঁরাই চেক নিচ্ছেন।" গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শ্যামল বাজপেয়ী বলেন, "শুধু উনি (বিজেপি নেতা দিলীপ পাল) কেনও, বামপন্থী কৃষক সহ প্রকৃত কৃষকদেরই আমরা কৃষকবন্ধুর চেক দিচ্ছি, এটাই রাজ্য সরকারের নীতি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement