দাঁতনে সভার প্রস্তুতি তৃণমূলের। নিজস্ব চিত্র।
সভা এবং পাল্টা সভা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে জমে উঠছে বঙ্গের রাজনীতি। রবিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সভা করেছিলেন সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী। ঠিক যেখানে শুভেন্দু রবিবার সভা করেছেন সেখানেই সোমবার সভা তৃণমূলের। প্রধান বক্তা দলের জেলা সভাপতি অজিত মাইতি। সোমবার সকাল থেকেই পাল্টা সভার প্রস্তুতি চলছে দাঁতনে।
রবিবার দাঁতনের সরাই বাজার বাসস্ট্যান্ডে সভা করেন শুভেন্দু। সেই সভা মঞ্চ থেকেই থেকে নিজেকে ‘মেদিনীপুরের ভূমিপুত্র’ দাবি করে তৃণমূলকে আক্রমণ করেন। সোমবার সভা করে তারই জবাব দিতে চায় তৃণমূল। সেই সভায় বিজেপির থেকে বেশি লোক জড়ো করার কথাও জানিয়েছে দলের জেলা নেতৃত্ব। শুভেন্দুর সভার আগে দাঁতনের পেট্রোল পাম্প মোড় থেকে রোড শো করেছিল বিজেপি। তারও জবাব দেওয়ার পরিকল্পনা তৃণমূলের। তবে সেক্ষেত্রে একই জায়গায় নয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সোমবার পদযাত্রা শুরু হবে দাঁতনের কালীচণ্ডী এলাকা থেকে।
তৃণমূলের পক্ষে জানানো হয়েছে, বেলা ৩টে থেকে শুরু হবে পদযাত্রা। তার পরে সভা। দাঁতন ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ওই সভার আয়োজন করেছে। সভামঞ্চে বক্তব্য রাখবেন জেলা সভাপতি অজিত মাইতি এবং তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এই সভা প্রসঙ্গে অজিত বলেন, ‘‘বিজেপির অপপ্রচারের জবাব দেওয়া হবে আজকের সভায়।’’
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই একের পরে এক সভা করছেন শুভেন্দু। আর সেই সভা থেকে বারবারই নিজেকে অখণ্ড মেদিনীপুরের প্রতিনিধি বলে বলে তুলে ধরেন তিনি। দুই মেদিনীপুরে রোড শো, সভা হয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার পর সোমবার প্রথমবার ঝাড়গ্রামে যাচ্ছেন শুভেন্দু। বিকেল ৩টে থেকে বিজেপি কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। সারবেন পরিচয় পর্ব। ঝাড়গ্রাম জেলা বিজেপি সূত্রে খবর, জানুয়ারিতেই ঝাড়গ্রামে জনসভা করার পরিকল্পনা রয়েছে শুভেন্দুর। সোমবারের সাংগঠনিক বৈঠকে সেই জনসভার দিনও ঠিক করা হতে পারে।
আরও পড়ুন: বঙ্গভোটে চাকরির ‘টোপ’ তুলে নিল বিজেপি