দুর্ঘটনার কবলে পড়ে এই গাড়িটি। নিজস্ব চিত্র।
পূর্ব মেদিনীপুরে কালী ঠাকুর দেখতে বার হয়ে মৃত্যু ৩ জনের, জখম ১। জানা গিয়েছে শনিবার রাতে ৪ যুবক একটি মারুতি ভ্যান নিয়ে ঠাকুর দেখতে বার হয়েছিলেন। কিন্তু ঠাকুর দেখে আর সবার বাড়ি ফেরা হল না। এগরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটু পুকুরে পরে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শুভদীপ বর্মণ (২৭), সুব্রত জানা (২২), রাজেন্দ্র বর (৪০)। প্রথম দু’জনের বাড়ি বালিঘাইয়ের বারানিধি গ্রামে। তৃতীয় জন নলগেড়িয়া গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার রাত ১২টা নাগাদ এগরার বেতা সড়কের বটলার কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে যায়। এক জন কোনও রকমে গাড়ির কাচ ভেঙে বার হতে পারলেও বাকিদের মৃত্যু হয়।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় এগরা থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় মারুতি ভ্যানটিকে পুকুর থেকে তোলা হয়। ভ্যান থেকেই ৩ জনের দেহ উদ্ধার হয়। এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরী জানিয়েছেন, ‘‘শনিবার রাত ১২টা নাগাদ গাড়িটি নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ৪ জন। গাড়ি চালাচ্ছিলেন শুভদীপ বর্মণ। গাড়িটি তাঁরই বলে জানা গিয়েছে। বন্ধুদের নিয়ে ঠাকুর দেখতে বার হয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পথে গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে গিয়ে পড়ে। এক যাত্রী কোনও ক্রমে কাচ ভেঙে বেরিয়ে এলেও বাকিরা গাড়ির মধ্যে মারা যান।’’ ঘটনায় শোকের ছায়া ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগেই শুভদীপের বিয়ে হয়েছিল।