Elephant attack

হাতির হানায় মৃত্যু হল স্কুল শিক্ষকের, বাইকে বাড়ি ফিরছিলেন, আচমকাই পড়েন হাতির পালের মুখে

এলাকাবাসীরা জানাচ্ছেন, স্কুল শিক্ষক বাইক নিয়ে যাচ্ছিলেন। সামনে হাতির পাল চলে আসায় তিনি বাইক ছেড়ে ছুটে পালাতে গেলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫২ বছরের ওই স্কুল শিক্ষকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কেশিয়াড়ি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ২১:৪২
Share:

— প্রতীকী চিত্র।

হাতির হানায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। মৃতের নাম বাদল দত্ত (৫২)। মৃত শিক্ষকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানা এলাকায়। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে কেশিয়াড়ির কুসুমপুর এলাকায়।

Advertisement

বন দফতর সূত্রে খবর, ওই এলাকায় ৬০-৬৫টি হাতির একটি দল ঘুরে বেড়াচ্ছে। কেশিয়াড়ির হাতিগেড়িয়া জঙ্গলে সারা দিন থাকলেও সন্ধ্যার পর ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের দিকে যাওয়ার সময় কুসুমপুর জঙ্গলে ঢুকে পড়ে হাতির দলটি। জঙ্গলের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন স্থানীয় হাইস্কুলের শিক্ষক বাদল। তখনই হাতির পালের মুখে পড়ে যান তিনি। রাস্তার ওপর ওই স্কুল শিক্ষককে হাতির দল তুলে আছাড় মারে। এলাকাবাসীরা জানাচ্ছেন, স্কুল শিক্ষক বাইক নিয়ে যাচ্ছিলেন। সামনে হাতির পাল চলে আসায় তিনি বাইক ছেড়ে ছুটে পালাতে গেলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫২ বছরের ওই স্কুল শিক্ষকের।

শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কেশিয়াড়ি থানার পুলিশ। চলে আসেন বন দফতরের অধিকারিকরাও। ডিএফও (খড়্গপুর) মণীশ যাদব বলেন, ‘‘একটি ঘটনা ঘটেছে। এলাকায় গিয়েছেন কর্মীরা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement