সমবায় নীতি নিয়ে কেন্দ্রকে তোপ শুভেন্দুর

কেন্দ্রীয় সরকারের নোট বাতিল নীতির জন্য সমবায় সমিতিগুলিকে ক্ষতি ও অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ জানালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৮
Share:

উদ্বোধনে শুভেন্দু অধিকারী।—নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় সরকারের নোট বাতিল নীতির জন্য সমবায় সমিতিগুলিকে ক্ষতি ও অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ জানালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

বুধবার ঝাড়গ্রামে একটি সমবায় সমিতির সুবর্ণ জয়ন্তীর বর্ষের উদ্বোধন অনুষ্ঠানে এসে শুভেন্দু বলেন, বলেন, ‘‘অতীতে সমবায় ব্যাঙ্কের উপর অনেক আক্রমণ হয়েছে। কিন্তু কোনওদিন দেখিনি রিজার্ভ ব্যাঙ্কে রাজনৈতিক প্রতিনিধিরা পরিচালনা করছেন। এই প্রথম রিজার্ভ ব্যাঙ্কের ১৩৪টি সার্কুলার প্রধানমন্ত্রী নিজের দফতর থেকে জারি করছেন।
এটা আপত্তিকর।’’

তিনি আরও বলেন, ‘‘আমি কলেজ রাজনীতির পর পুরসভার কাউন্সিলর তারপর থেকে সমবায় আন্দলনের সঙ্গে যুক্ত। কাঁথি সমবায় ব্যাঙ্কের ১৯৯৯ সাল থেকে আজ পর্যন্ত সভাপতি রয়েছি। কিন্তু আমাদের সমবায় ব্যাঙ্ক ও গ্রামীণ কৃষি উন্নয়ন সমিতিগুলির জন্য আলাদা আলাদা নিয়ম প্রণয়ন করছে কেন কেন্দ্রীয় সরকার? এর ফলে সমবায় সমিতিগুলিকে ক্ষতির সম্মুখীন
হতে হচ্ছে।’’ সমবায় সংবিধান স্বীকৃত হওয়া সত্ত্বেও যে আক্রমণের মুখে পড়তে হচ্ছে সমবায়কে, তার প্রতিবাদ করা হবে বলেও জানান তিনি। শুভেন্দু জানান, ঝাড়গ্রাম মহকুমায় সমিতিগুলির বাকিদের থেকে অনেকখানি পিছিয়ে রয়েছে। এখানকার শাখাগুলিতেও ভালভাবে কাজ হচ্ছে না। ১৩০ টি সক্রিয় ও ৪২ নিষ্ক্রিয় সমিতি রয়েছে। ওই সমিতিগুলি সক্রিয় না হলে সরকারি স্তরে অন্য রকম ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement