শিল্পে বিনিয়োগের দাবি শুভেন্দুর

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত দু’বছরে হলদিয়ায় ১০ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ হয়েছে বলে দাবি করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০০:৪২
Share:

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত দু’বছরে হলদিয়ায় ১০ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ হয়েছে বলে দাবি করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।

Advertisement

রবিবার বিকেলে তমলুকের নিমতৌড়ি স্মৃতি সৌধে ‘মেদিনীপুর সমন্বয় সংস্থা’ আয়োজিত এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘দু’বছরে ১০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ শুধু মউ সাক্ষরে নয় বাস্তবে রূপ নিয়েছে। নন্দকুমার থেকে জলেশ্বর পর্যন্ত জাতীয় সড়কের জন্য ৫০০ কোটি বরাদ্দ হয়েছে। তাজপুরে জেলার দ্বিতীয় বন্দর তৈরি হবে। জেলার চেহারা বদলে যাবে।’’

এ দিন তাম্রলিপ্ত বিশ্ববিদ্যালয়ের দাবিও তোলেন শুভেন্দু। মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে সল্টলেকে ‘মেদিনীপুর ভবন’ গড়ে তোলার জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে ইতিমধ্যে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ওই খাতে শুভেন্দুবাবু আরও অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement