নির্বাচনী প্রচারে তৃণমূল সাংসদ। —নিজস্ব চিত্র।
তমলুক পুরসভার একাধিক ওয়ার্ডে দলের বিক্ষুদ্ধদের প্রার্থী হওয়া নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। এ বার পুরসভার একাধিক ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারাতে বিরোধী বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি জোট বেঁধেছে অভিযোগ তুললেন শুভেন্দুবাবু।
এ দিন তমলুক পুরসভার নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে তৃণমূল শিক্ষা সেলের তরফে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এক নির্বাচনী সভায় শুভেন্দুবাবু বলেন, ‘‘তমলুক পুরসভার নির্বাচনে একমাত্র তৃণমূল কংগ্রেস ২ টি ওয়ার্ডে দলীয় প্রতীকে প্রার্থী দিয়ে লড়াই করছে। আর অন্য দিকে বিরোধী বামফ্রন্ট, বিজেপি, কংগ্রেস সব আসনে দলীয় প্রতীক-সহ প্রার্থী দিতে পারেন । কিন্তু পুরসভার দু’তিনটি ওয়ার্ডে বিরোধীরা আমাদের দলের বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করছে। যেমন ১৭ নম্বর ওয়ার্ডে পুরপ্রধান দেবিকা মাইতিকে হারানোর জন্য সিপিএম, কংগ্রেস, বিজেপি জোট বেঁধে লড়াই করছে। একইভাবে পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনাথ সেনের বিরুদ্ধেও জোট করে নির্দল প্রার্থী দিয়ে লড়াই করছে। যারা মুখে নীতির কথা, মুল্যবোধের কথা বলে তাঁরা এইভাবে জোট করে হাঁসজারু পুরবোর্ড করার অপপ্রয়াস করছে। আবার দু’টি তিনটি ওয়ার্ডে আমাদের দলীয় প্রতীকে প্রার্থী হতে না পেরে কয়েকজন নির্দল প্রার্থী হয়ে বিশৃংখলা সৃষ্টি করতে চাইছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি।’’
এ দিন আরও জানান, জেলার কলেজগুলিকে নিয়ে তাম্রলিপ্ত বিশ্ববিদ্যালয় গড়ার জন্য রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। আসন্ন শিক্ষা বর্ষ থেকেই তমলুকের নিমতৌড়িতে শহিদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজের পঠন-পাঠন শুরু হবে।