কলেজে অচলাবস্থার প্রতিবাদে বিক্ষোভ

কলেজের অচলাবস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন কেলোমাল রাষ্ট্রীয় প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা। পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজে গত পাঁচমাস অধ্যক্ষ পদটি শূন্য। ফলে বিপাকে পড়েছেন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। সরকারি নিয়মানুযায়ী আগামী জুন মাসে শিক্ষাবর্ষ শেষ। কিন্তু প্রায় ৫০ জন পড়ুয়া এখনও দ্বিতীয় বর্ষে ভর্তিই হতে পারেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০০:৫৮
Share:

কলেজে পড়ুয়াদের বিক্ষোভ

কলেজের অচলাবস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন কেলোমাল রাষ্ট্রীয় প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা।

Advertisement

পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজে গত পাঁচমাস অধ্যক্ষ পদটি শূন্য। ফলে বিপাকে পড়েছেন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। সরকারি নিয়মানুযায়ী আগামী জুন মাসে শিক্ষাবর্ষ শেষ। কিন্তু প্রায় ৫০ জন পড়ুয়া এখনও দ্বিতীয় বর্ষে ভর্তিই হতে পারেনি। অবিলম্বে ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবিতে সোমবার থেকে কলেজের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন ওই পড়ুয়ারা। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে অবস্থান বিক্ষোভ।

তাঁদের অভিযোগ, ২০১৫ সালের ৩১ অক্টোবর কলেজের অধ্যক্ষ অবসর নেওয়ার পর থেকে স্থায়ী অধ্যক্ষ আসেননি। এ জন্য কলেজের নানা কাজে খুবই অসুবিধা হয়। পড়ুয়ারা বলেন, গত নভেম্বর থেকে লাগাতার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি, জেলা প্রশাসন ও রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে সমস্যার কথা জানানো হচ্ছে। কিন্তু কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে সোমবার বিক্ষোভের সিদ্ধান্ত নেন পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement