আইএনটিটিইউসি-র কর্মিসভা। নিজস্ব চিত্র
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র এক শিল্পে আলাদা ইউনিয়ন থাকবে না। থাকবে একটিই সংগঠন। সোমবার মেদিনীপুরে এক কর্মিসভায় যোগ দিয়ে এই বার্তাই দিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
সোমবার ওই কর্মিসভায় ঋতব্রত বলেন, ‘‘রাজ্য জুড়েই সংগঠনের একটি নির্দিষ্ট পরিকাঠামো তৈরি করে কাজ করার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য, এক শিল্পে এক ইউনিয়ন। অর্থাৎ এক শিল্পে আইএনটিটিইউসি-র নামে একাধিক ইউনিয়ন যাতে না থাকে। ট্রেড ইউনিয়নের নাম করে অনৈতিক কাজ নয়।’’
সংগঠনের তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে বলে জানিয়েছেন ঋতব্রত। সেখানে কোনও নেতার বিরুদ্ধে তথ্যপ্রমাণ-সহ সরাসরি অভিযোগ জানানো যাবে। পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির আওতায় আনার আশ্বাসও দিয়েছেন তিনি।