মায়ের কোলে বিদ্যাসাগরের মূর্তি দেখছেন জেলাশাসক। ছবি: কৌশিক সাঁতরা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দু’শো বছর উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মনীষীর জন্মস্থান বীরসিংহে আসার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে আর এক মাসও নেই। সেই সফরের প্রস্তুতি শুরু হয়ে গেল।
মঙ্গলবার প্রস্তুতি বৈঠক ছিল বীরসিংহ গ্রামে। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল, শিক্ষা কমিশনার সৌমিত্র মোহন, ঘাটালের মহকুমাশাসক অসীম পাল, স্থানীয় বিধায়ক শঙ্কর দোলই, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজী, বিকাশ কর, স্মৃতি রক্ষা কমিটির সভাপতি শক্তিপদ বেরা প্রমুখ।
বিদ্যাসাগরের দ্বিশতবর্ষের জন্মদিবস এ বার জাঁকজমক করে পালনের কথা জানিয়েছে রাজ্য সরকার। বীরসিংহ গ্রামে গোটা অনুষ্ঠানের আয়োজন করবে শিক্ষা দফতর। তারই প্রস্তুতি নিয়ে এ দিন আলোচনা হয়। খুঁটিনাটি নানা বিষয়ের সিদ্ধান্তে ফের বৈঠক হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটি ইতিমধ্যে অনুষ্ঠানের খসড়া তৈরি করেছে। ঘাটালের মহকুমাশাসক বলেন, “অনুষ্ঠান নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে।”
২৬ সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বীরসিংহে আসবেন। বিদ্যাসাগরের জন্মের দুশো বছর পূর্তি উৎসবের সূচনা হবে তাঁরই হাতে। বীরসিংহের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনাও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। গ্রামের রাস্তাঘাট-সহ সার্বিক উন্নতিতে শিকে ছিঁড়তে পারে বলে আশা স্থানীয়দের। মহিলা কলেজ, হস্টেল, স্মৃতি মন্দিরের উন্নয়ন, বাসস্ট্যান্ড তৈরি-সহ নানা দাবি ইতিমধ্যে স্মৃতি রক্ষা কমিটির তরফে জানানো হয়েছে।