প্রতীকী ছবি।
বামেদের শিক্ষক সংগঠনের সহায়তা শিবিরে হাজির তৃণমূলের জেলা (কাঁথি) সাধারণ সম্পাদক! যা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা।
গত ১২ জানুয়ারি কাঁথি দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের একটি সহায়তা শিবির অনুষ্ঠিত হয়। বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ-র ব্যানারে ওই শিবির হয়। গত কয়েকদিন ধরে সেই শিবিরের একটি ছবি (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার পত্রিকা) সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ওই ব্লকের এবিটিএ নেতৃত্বদের পাশে দাঁড়িয়ে বক্তৃতা করছেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা। বর্তমানে তিনি কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। ২০২১ সালের বিধানসভা ভোটে উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরেছিলেন তরুণ। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির শিবিরে জেলা তৃণমূলের হেভিওয়েট নেতার উপস্থিতি ঘিরে শোরগোল পড়েছে। তৃণমূলের একজন জেলা স্তরের নেতা হয়েও কিভাবে বিরোধী সিপিএমের কর্মসূচিতে গেলেন তরুণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে দলেরই অন্দরে।
এবিটিএ সূত্রের খবর, ব্লকের ১৯টি স্কুলের ৩৭৫ জন মাধ্যমিক পরীক্ষার্থী ওই শিবিরে উপস্থিত ছিল। লকডাউন পরবর্তী সময়ে এবার প্রথম অন্য স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হচ্ছে। সে ক্ষেত্রে নতুন কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের কী অসুবিধা হতে পারে এবং সেই অসুবিধা সম্মুখীন হলে কী করনীয়, সে ব্যাপারে পরীক্ষার্থীদের শিবির জানানো হয়। সেখানে এবিটিএ-র ৩৫ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই কর্মসূচির আয়োজনকারী এক এবিটিএ নেতা কৌশিক রায় বলছেন, ‘‘তৃণমূলবা অন্য কোনও বিরোধী রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি। যে স্কুলের শিবির হয়েছিল ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি হলেন তরুণ জানা। তাই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।’’ একই দাবি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের মুখেও। তরুণের ব্যাখ্যা, ‘‘স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিনের পরিচিতির সুবাদে আমাকে ডেকেছিলেন। সেখানে গিয়ে বিষয়টি জানতে পারি। ওটি রাজনৈতিক কর্মসূচি নয়, মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা শিবির ছিল।’’
অবশ্য তৃণমূল সমর্থক শিক্ষকদের একাংশ প্রশ্ন করছেন, যাদের বিরুদ্ধে আন্দোলন করে তাঁরা ক্ষমতায় এসেছেন, এখন তাদের দলেরই শিক্ষক সংগঠনের শিবিরে কেন হাজির তৃণমূলের জেলা নেতা! এতে দলের শিক্ষক সংগঠনের বিস্তার কীভাবে হবে! উল্লেখ্য, ওই স্কুলের শিক্ষক তথা দেশপ্রাণ ব্লক তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি প্রভঞ্জন শিটও শিবিরে আমন্ত্রণ পেয়েছিলেন বলে দাবি তাঁর। তবে তিনি যাননি। তিন বলছেন, ‘‘এবিটিএ-র স্কুল ইউনিটের পক্ষ থেকে আমাকেও ডাকা হয়েছিল। কিন্তু বিরোধী রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের প্রতিনিধি হওয়ায় আমি সেখানে থাকিনি।’’ আপাতত শিক্ষক সংগঠনের কর্মসূচি নিয়ে ফের কাঁথি মহকুমার রাজনীতি সরগরম।