চন্দ্রকোনা রোডের রাস্তায় শুভেন্দুর ছবি গলায় রাখিবন্ধন। সোমবার। নিজস্ব চিত্র
শুধু ঝাড়গ্রাম নয়। রাখিবন্ধনে পশ্চিম মেদিনীপুরেও পথে নেমেছিলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা।
সোমবার চন্দ্রকোনা রোডে শুভেন্দুর ছবি দেওয়া প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে পথচারীদের রাখি পরিয়ে দেন কয়েকজন যুবক। বিলি করেন মাস্ক, স্যানিটাইজ়ার। শুভেন্দুর ছবির নীচে লেখা ছিল, ‘আমরা দাদার অনুগামী’।
পথে নেমেছিলেন জনা ১৭ যুবক। স্থানীয় সূত্রের খবর, তাঁদের মধ্যে কয়েকজন ছাড়া বেশিরভাগই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। সকলেরই বয়স তিরিশের কোঠায়। কর্মসূচির নেতৃত্বে থাকা প্রণব ঘোষ বলেন, ‘‘দাদার (শুভেন্দু) আদর্শে অনুপ্রাণিত হয়েই এই কাজ করেছি।’’
খবর চাউর হতেই তৃণমূলের অন্দরে শুরু হয় জল্পনা। এরসঙ্গে কারা যুক্ত খোঁজ নিতে শুরু করেন দলের কর্মীরা। ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি রাজীব ঘোষ বলেন, "আমরা দলগতভাবে রাখি ও মাস্কবন্ধন করেছি, আর কেউ করছিল কিনা জানতাম না, পরে এই খবরটা শুনেছি।’’ স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, "এরকম কিছু আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।’’ মঙ্গলবার দুপুরে 'দাদার অনুগামী' প্রণব ফোনে বললেন, ‘‘দাদার অনুপ্রেরণায় চন্দ্রকোনা রোডে কয়েকদিন পর আরও বড় প্রোগ্রাম করব।’’
বিরোধী দলগুলির বক্তব্য, এতদিন তো শুধু ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ দেখা যেত। এ বার তা হলে ‘দাদার অনুপ্রেরণা’ও দেখতে হবে।