lottery

lottery: এক কোটির লটারি জিতে শান্তি নেই! চোর-ডাকাতের ভয়ে ঘুম উড়ল বিজেতার, ছুটলেন পুলিশের কাছে

এক কোটির লটারি জিতে শান্তি নেই! চোর-ডাকাতের ভয়ে ঘুম উড়ল বিজেতার, ছুটলেন পুলিশের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোতোয়ালি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ০২:১৭
Share:

শিশির নন্দী। নিজস্ব চিত্র।

পেশায় দিনমজুর। বাড়িতে স্ত্রী আর দুই সন্তান। টানাটানির সংসারে এক কোটি টাকার লটারির পুরস্কার জিতে রাতের ঘুম উড়ল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির থানা এলাকার বাসিন্দা শিশির নন্দীর।

Advertisement

শুক্রবার রাত ৮টা নাগাদ লটারির পুরস্কার ঘোষণা হয়েছে। শিশির জানতে পারেন, ভাগ্যের শিকে ছিড়েছে তাঁর। এক কোটির টাকার লটারি জিতেছেন তিনি। কিন্তু পর ক্ষণেই দুশ্চিন্তা গ্রাস করে। এক কোটি টাকার লটারির খবর রটে গিয়ে যদি বাড়িতে চোর-ডাকাতের হামলা চলে! এই ভয়ে মধ্যরাতেই পুলিশের কাছে ছোটেন শিশির। খবর দেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকেও। তার পর পুলিশি নিরাপত্তা পেয়ে শনিবার দুপুর নাগাদ ব্যাঙ্কে গিয়ে লটারির কাগজপত্র জমা করেন। শিশির জানান, গত ৭ বছর ধরে রাজমিস্ত্রির কাজ করেন তিনি। বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

কোতোয়ালি থানা এলাকার শিরোমণি অঞ্চলে বাড়ি তাঁর। মাঝে মধ্যেই লটারির টিকিট কেনেন শিশির। বেশ কয়েক বার গ্যারান্টি পুরস্কারও জিতেছেন তিনি। পুলিশ তরফে জানানো হয়েছে, টিকিট জিতে গোটা পরিবারই ভয় পাচ্ছিল। তাই নিরাপত্তা দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement