মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৃহস্পতিবার তিনি বলেছেন, সেখানে গিয়ে প্রথমে ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং তার পরে কপিল মুনির আশ্রম-সহ নানা জায়গায় যাবেন। মেলা শুরু হচ্ছে আগামী ৯ জানুয়ারি। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে একটি বৈঠক করেছিলেন মমতা। পাশাপাশি, মমতা জানিয়েছেন, মিলেনিয়াম পার্ক থেকে ৮ জানুয়ারি তিনি ‘ই-ভেসেল’ উদ্বোধন করবেন, যা বেলুড় মঠ, দক্ষিণেশ্বরেও যাবে। আগামী ৭, ৮, ৯ জানুয়ারি দিঘায় যে পিঠেপুলি ও ‘মিষ্টি হাবে’র উৎসব রয়েছে, তার দায়িত্ব সেচমন্ত্রী মানস ভুঁইয়া ও কারামন্ত্রী অখিল গিরিকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করার কথাও এ দিন জানিয়েছেন মমতা।