Sikkha Ratna Returned

ফেরালেন শিক্ষারত্ন

শুক্রবার ছিল শিক্ষক দিবস। এ দিনই অরূপ রাজ্য শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর কাছে ‘শিক্ষারত্ন’ সম্মান ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চিঠি পাঠিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৫
Share:

শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। —ফাইল চিত্র।

প্রতিবাদের শুরু থেকেই ছাত্রছাত্রীদের পাশে থেকে পথে নেমেছে শিক্ষক সমাজের একটা বড় অংশ। এ ব্যাপারে শিক্ষা দফতরের সরকারি নির্দেশিকাকেও অনেকে অমান্য করেছেন। সকলের উদ্দেশ্য একটাই— আর জি কর-কাণ্ডে দোষীদের শাস্তি। এবার সেই দাবিতে রাজ্য সরকারের দেওয়া ‘শিক্ষারত্ন' সম্মান ফিরিয়ে দিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ কুমার দাস। তিনি দক্ষিণ কাঁথির বিধায়ক এবং বিজেপির জেলার (কাঁথি) সভাপতি পদেও রয়েছেন।

Advertisement

শুক্রবার ছিল শিক্ষক দিবস। এ দিনই অরূপ রাজ্য শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর কাছে ‘শিক্ষারত্ন’ সম্মান ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চিঠি পাঠিয়েছেন। অরূপ বলছেন, ‘‘আর জি কর-কাণ্ডের পর কোথাও যেন একটা মনে হচ্ছে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার। শিক্ষক হিসেবে মেনে নিতে পারিনি। তাই রাজ্য সরকারের দেওয়া সম্মান ফেরত দিলাম।’’

২০১১ সাল থেকে শিক্ষক দিবসে কৃতী শিক্ষকদের ‘শিক্ষারত্ন’ সম্মান দেয় রাজ্য সরকার। ওই বছরই অরূপ ‘শিক্ষারত্ন’ হন। সে সময় তিনি কাঁথি হাইস্কুলের প্রধান শিক্ষক পদে ছিলেন। অরূপের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অপদার্থ রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওঁর এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। শ্রদ্ধা জানাই।’’

Advertisement

যদিও এ নিয়ে কটাক্ষ করে এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি বলছেন ‘‘আর জি কর-কাণ্ড নিয়ে আমরাও মর্মাহত। তবে ফিরিয়ে দেওয়ার মতো আমাদের কাছে তো আর শিক্ষারত্ন নেই। বিজেপি নেতা হিসেবে উনি শিক্ষারত্ন ফিরিয়ে দেবেন এটাই স্বাভাবিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement