ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে গোপন নম্বর জেনে এটিএম থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। শনিবার রাতে তমলুক থানার পুলিশ কোলাঘাটের মেচেদা বাজার এলাকার একটি হোটেল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত সঞ্জয় সিংহ উত্তরপ্রদেশের ইলাহাবাদের বাসিন্দা। ধৃতকে রবিবার তমলুক আদালতে তোলা হলে বিচারক শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ দেন। তমলুকের এসডিপিও রাজ মুখোপাধ্যায় বলেন, ‘‘ঋণ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে মেচেদা থেকে গ্রেফতার করা হয়েছে।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা সঞ্জয় মাস তিনেক আগে কোলাঘাট থানার মেচেদা বাজার এলাকায় এসে একটি হোটেল ভাড়া নিয়ে থাকতেন। তাঁর সঙ্গে একটি বছর পাঁচেকের শিশু থাকত। নিজেকে ওই এলাকায় ব্যাঙ্কের নেট সিস্টেমের সার্ভার ইঞ্জিনিয়ার পরিচয় দিতেন ওই ব্যক্তি। লোকজনের সঙ্গে আলাপ জমিয়ে ৪০ শতাংশ ছাড়-সহ মোটা অঙ্কের ব্যাঙ্ক ঋণ পাইয়ে দেওয়ার লোভও দেখাতেন তিনি। এরপর তাঁদের দিয়ে ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট নম্বর খুলিয়ে ব্যাঙ্কের ওই অ্যাকাউন্টে বেশ কিছু পরিমাণ টাকা জমা দেওয়ার ব্যবস্থা করাতেন। আর কৌশলে তাঁদের কাছ থেকে এটিএম কার্ড নম্বর ও গোপন পিন নম্বর জেনে নিতেন।