Crime

পুলিশকে মারধর করে অভিযুক্তকে নিয়ে পালালেন গ্রামবাসী! হুলস্থুল মেদিনীপুরের গ্রামে

পুলিশকে ঘিরে মারধর শুরু হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন বেশ কয়েক জন পুলিশ কর্মী। অভিযোগ ওঠে, পুলিশকে মারধর করে অভিযুক্তকে নিয়ে চম্পট দেন কয়েক জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ১৭:০৯
Share:

—প্রতীকী চিত্র।

আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেই অভিযুক্তকে ধরতে গিয়ে মার খেল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৩ নম্বর দাদরা অঞ্চলের ডাঁডরা এলাকার ঘটনা। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেষ পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হলে তাঁদের সবাইকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে ডাঁডরা এলাকায় বাসিন্দা শেখ আব্দুর রুবার বিরুদ্ধে তাঁর স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। সম্প্রতি মেদিনীপুর আদালত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই অনুযায়ী সোমবার আব্দুরকে গ্রেফতার করতে যায় পুলিশ। কিন্তু তখনই গ্রামের কয়েক জন পুলিশকে ঘিরে মারধর শুরু করেন বলে অভিযোগ। ঘটনায় আহত হন বেশ কয়েক জন পুলিশ কর্মী। অভিযোগ ওঠে, পুলিশকে মারধর করে অভিযুক্তকে নিয়েই চম্পট দেন কয়েক জন।

এই ঘটনায় পুলিশ মোট ২৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আবার ওই গ্রামে অভিযানে নেমে পুলিশ সাত জনকে গ্রেফতার করে। মঙ্গলবার তাঁদের প্রথমে মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব বলেন, ‘‘পুলিশের উপর আক্রমণের ঘটনায় ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বাকিদের খোঁজ চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement