বাসে উঠতে বাধা, পড়ে জখম প্রতিবন্ধী যুবক

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ভগবানপুর থানার পাজনকুল গ্রামের বছর কুড়ির দৃষ্টিহীন যুবক গৌতম দে হাওড়া যাওয়ার জন্য মনসাতলা স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৯ ০০:১১
Share:

গৌতম দে। নিজস্ব চিত্র

প্রতিবন্ধী যুবককে চলন্ত বাস থেকে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল। বাসটিকে আটকে পথ অবরোধ করে উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। বাসটির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত যুবক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভগবানপুর মনসাতলা বাসস্ট্যান্ডে এগরা-বাজকুল রাজ্য সড়কে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ভগবানপুর থানার পাজনকুল গ্রামের বছর কুড়ির দৃষ্টিহীন যুবক গৌতম দে হাওড়া যাওয়ার জন্য মনসাতলা স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়েছিলেন। বাজকুলগামী বেসরকারী বাসটি স্ট্যান্ডে থামলে সামনের দরজায় দিয়ে বাসে ওঠার চেষ্টা করে ওই যুবক। অভিযোগ, বাসে সিঁড়িতে পা দেওয়া মাত্রই তাঁকে নামিয়ে দিতে চায় বাসের কন্ডাকটর। প্রতিবন্ধী পরিচয়পত্র দেখালেও তাঁকে গাড়িতে নিতে অস্বীকার করেন তিনি। বাসটি চলতে শুরু করলে, রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক।

ঘটনার পরে স্থানীয় মানুষ বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখায়। বাসের চালক এবং কন্ডাকটরের শাস্তির দাবিতে পথ অবরোধ করা হয়। আধঘণ্টার পথ অবরোধে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভগবানপুর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এ বিষয়ে আক্রান্ত প্রতিবন্ধী যুবক গৌতম দে বলেন, ‘‘বাসে উঠতে গেলে প্রতিবন্ধী হওয়ার কারণে কন্ডাকটর আমাকে নিতে অস্বীকার করে। পরিচয়পত্র দেখালেও গাড়িতে তুলতে চায়নি। সিঁড়িতে একটি পা রাখা অবস্থাতেই বাসটি চলতে শুরু করে। রাস্তায় পড়ে যাওয়ায়, ডান হাতে চোট লেগেছে।’’

Advertisement

এ বিষয়ে এগরা মহকুমা পরিবহণ ইউনিয়নের সভাপতি চন্দ্রশেখর রায় বলেন, ‘‘এই বিষয়ে আমাদের কাছে কোন খবর নেই। দ্রুত খবর নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement