Arjun Singh

সরকার বদল হলে ছাড় নয় ‘হেনস্থাকারীদের’! ভবানী ভবনে যাওয়ার আগে হুঁশিয়ারি অর্জুনের

‘মিথ্যা মামলায়’ তদন্তের নামে যে সরকারি কর্তারা ‘হেনস্থা’ করছেন, বিজেপি সরকারে এলে তাঁদের ছাড়া হবে না। সিআইডির তলবে ভবানী ভবনে যাওয়ার আগে এমনই হুঁশিয়ারি দিলেন অর্জুন সিংহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৩:২১
Share:

অর্জুন সিংহ। —ফাইল ছবি।

‘মিথ্যা মামলায়’ তদন্তের নামে যে সরকারি কর্তারা ‘হেনস্থা’ করছেন, বিজেপি সরকারে এলে তাঁদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। সিআইডি তলব করার পরে বৃহস্পতিবার কলকাতার ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন অর্জুন। ভাটপাড়া পুরসভার ত্রাণ তহবিলের টাকা বেআইনি ভাবে খরচ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে সিআইডি নোটিস পাঠায়।

Advertisement

ভবানী ভবনে যাওয়ার আগে অর্জুন বলেন, “রাজনৈতিক লোকেদের অবসর হয় না। কিন্তু সরকারি লোকেদের হয়। যাঁরা মিথ্যা মামলায় রোজ রোজ হেনস্থা করছেন, সরকার পরিবর্তন হলে তাঁদের ছাড়া হবে না। বিজেপি এই সব লোককে রাখবে না।” বার বার তাঁকে তলব করে ‘হেনস্থা’ করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানান অর্জুন।

এর আগে ভাটপাড়া পুরসভার টেন্ডার পাশ নিয়ে আর্থিক দুর্নীতির মামলায় অর্জুনকে তলব করেছিল সিআইডি। সেই সময় প্রাক্তন সাংসদ অভিযোগ করেছিলেন, তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। ‘রাশিয়ান রাসায়নিক’-এর তত্ত্ব দেন তিনি। বৃহস্পতিবারও এই তত্ত্বে অনড় থাকেন তিনি। জানান, শারীরিক অসুবিধা এড়াতে তিনি চিকিৎসকের পরামর্শে বিশেষ সাবধানতা অবলম্বন করে ভবানী ভবনে যাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement