সান্যা মলহোত্রা। ছবি: সংগৃহীত।
‘দঙ্গল’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। আমির খানের পর কাজ করে ফেলেছেন শাহরুখ খানের সঙ্গেও। অভিনয়ের পাশপাশি নাচেও সমান দক্ষ অভিনেত্রী সান্যা মলহোত্রা। এই মুহূর্তে সান্যা ও সুনিধির ‘আঁখ’ গানটি ভাইরাল সমাজমাধ্যমে। অভিনেত্রীর নাচের বিভঙ্গে বুঁদ অনুরাগীরা। এর মাঝেই ফের গুঞ্জন। প্রেমে পড়েছেন সান্যা। প্রেমিক বয়সে তাঁর থেকে প্রায় ৬ বছরের ছোট। সমাজমাধ্যম জুড়ে সর্বত্রই ভাইরাল অভিনেত্রীর চর্চিত প্রেমিক। গৌরবর্ণ, সৌম্যকান্তি, হাতে মেহন্দি পরেন, তবে অভিনেতা নন। সেতারবাদক।
প্রয়াত পণ্ডিত রবিশঙ্করের সর্বকনিষ্ঠ শিষ্য তিনি। নাম ঋষভ শর্মা। এই মুহূর্তে সমাজমাধ্যম খুললেই তাঁর সেতার বাজানোর ভিডিয়ো দেখা যায়। মাত্র ২৬ বছর বয়সেই সেতারবাদক হিসেবে খ্যাতি পেয়েছেন ঋষভ। খুব অল্প বয়স থেকেই সেতারের প্রতি অনুরাগ তাঁর। পণ্ডিত রবিশঙ্করের আশীর্বাদধন্য। এ হেন ঋষভের চেহারা, পোশাক ও সাজসজ্জাও নিয়ে চর্চা কম হয়নি।
সেতারবাদক ঋষভ শর্মা। ছবি: সংগৃহীত।
যে কোনও অনুষ্ঠানের আগে নিজের দু’হাত মেহন্দিতে সাজান ঋষভ। অনেকে অবশ্য সমকামী ভেবে ভুল করেছেন তাঁকে অনেক সময়। সম্প্রতি নিজেই ঋষভ জানিয়েছেন, তিনি একেবারেই ‘সাধারণ’। এই ঘোষণার পরই একটি ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে, যেখানে নিজের অনুরাগীর সঙ্গে ছবি তুলছেন ঋষভ। এ দিকে গাড়ির পাশে তাঁর জন্য অপেক্ষারত সান্যা। এর পর থেকেই গুঞ্জন, তবে কি সান্যা ও ঋষভ একে অপরের প্রেমে পড়লেন! যদিও নিজেদের সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সান্যা বা ঋষভ। তবে সান্যার অনুরাগীরা জুটি হিসেবে দেখতে চাইছেন তাঁদের। ইতিমধ্যেই প্রশংসায়ও পঞ্চমুখ হয়েছেন অনেকে।