অবরোধ-বিক্ষোভে

‘ভুল’ টিকায় মৃত্যু শিশুর

মৃত শিশুর পরিবারের তরফ ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দাসপুর শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ ০০:৪৫
Share:

ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘিরে বিক্ষোভ। বাসুদেবপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনে। নিজস্ব চিত্র

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ উঠল ঘাটালে। বুধবার রাতে ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রায়ান রাম নামে মাস ছয়েকের ওই শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে দাসপুরের বৈকুন্ঠপুরে ঘাটাল-পাঁশকুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিজন ও প্রতিবেশীরা। দাসপুরের বাসুদেবপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে ভুল টিকাকরণে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ক্ষুব্ধ বাসিন্দারা উপ-স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও বিক্ষোভ দেখান। দায়িত্বপ্রাপ্ত নার্সের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। খবর পেয়ে পৌঁছন দাসপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং পুলিশ। ঘন্টাখানেক পরে প্রশাসনের তরফে সঠিক তদন্তের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

মৃত শিশুর পরিবারের তরফ ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “ময়নাতদন্তের পরেই বিষয়টি

পরিষ্কার হবে। আমরা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছি।”

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ২৮ নভেম্বর দাসপুরের বাসুদেবপুর উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে মাস ছয়েকের রায়ানের নির্দিষ্ট টিকাকরণ হয়। শিশুর পরিবারের দাবি, উপ-স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী শিশুকে পরপর তিনটি ইঞ্জেকশন দিয়েছিলেন। পাঁচ মাসে দুটি ভ্যাকসিন দেওয়ার কথা। ওই শিশুর মা পূজা রামের অভিযোগ, “একটি বাড়তি ইঞ্জেকশন বাচ্চাকে কেন দেওয়া হল, জানতে চাইলে ‘এটাই নিয়ম’ বলে আমাদের চলে যেতে বলা হয়। বাড়িতে আসার পরই বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করানো হয়। বুধবার ফের অসুস্থ হয়ে পড়লে রাতে ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই ছেলে মারা যায়।”

উপ-স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনেই ওই শিশুকে পেন্টা-২, আইপিভি এবং রোটা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ওই দিন আরও অনেক শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়। বাকিরা সবাই সুস্থই রয়েছে।

তবে এ দিন সকালে রায়ানের মৃত্যুর খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় দাসপুরের বাসুদেবপুর গ্রামে। ক্ষুব্ধ শিশুর পরিবারের লোকজন ও বাসিন্দারা প্রথমে উপ-স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখায়। পরে বাসুদেবপুর সংলগ্ন বৈকুন্ঠপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘন্টাখানেক অবরোধ চলে। ব্যস্ত সময়ে অবরোধের ফলে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ এবং দাসপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক সুদীপকুমার ঘোড়ুই। শিশু মৃত্যুর ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস পাওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement