Death

বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ, খড়্গপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খড়্গপুর টাউন থানার নীমপুরা এলাকার ক্ষুদিরাম পল্লিতে ওই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মনুর খোঁজ মিলছে না।

Advertisement

নিজস্ব চিত্র

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১২:২১
Share:

শোকে ভেঙে পড়েছে বাপির পরিবার। —নিজস্ব চিত্র

জনবহুল এলাকায় বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। শনিবার রাতে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর শহরে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খড়্গপুর টাউন থানার নীমপুরা এলাকার ক্ষুদিরাম পল্লিতে ওই ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগ, শনিবার রাতে বিশ্বদেব শর্মা ওরফে মনু নামে এক স্থানীয় যুবক বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালাচ্ছিলেন। তার প্রতিবাদ করেন বাপি মাহাতো (২৬) নামে আর এক যুবক। নিহতের পরিবারের অভিযোগ, এ নিয়ে দু’জনের মধ্যে বচসা হয়। অভিযোগ, দু’জনের বচসা চলাকালীন আচমকাই বাপিকে মাথায় এবং বুকে আঘাত করেন মনু। বাপি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা বাপিকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই কাণ্ডে খড়্গপুর টাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মনুর খোঁজ মিলছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement