সাড়া নেই আবেদনে, বিপাকে চাকরিপ্রার্থীরা

রাজ্য সরকারের গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছে না হাজার হাজার বেকার যুবক যুবতীরা। বারবার সরকারি ওয়েবসাইট ক্লিক করা হলেও তা খুলছে না। এমনকি বিজ্ঞপ্তিতে দেওয়া হেল্পলাইন নম্বরও কাজ করছে না।

Advertisement

অপ্রমেয় দত্তগুপ্ত

হলদিয়া শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০০:৪৯
Share:

রাজ্য সরকারের গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছে না হাজার হাজার বেকার যুবক যুবতীরা। বারবার সরকারি ওয়েবসাইট ক্লিক করা হলেও তা খুলছে না। এমনকি বিজ্ঞপ্তিতে দেওয়া হেল্পলাইন নম্বরও কাজ করছে না। পূর্ব মেদিনীপুর জুড়ে এই সমস্যায় নাকাল হতে হচ্ছে শিক্ষিত যুবক-যুবতীদের।

Advertisement

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ গ্রুপ-ডি নিয়োগ বোর্ড বছরের শুরুতেই ৩ জানুয়ারি গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে জারি করা হয়। কিন্তু তারপর থেকে সরকারি ওয়েবসাইট কাজ করছে না। এমনকি এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি। ওয়েবসাইটটি খুলতে গেলেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠছে ওয়েবসাইটটিতে কাজ চলছে। আর হেল্পলাইন নম্বর ১৮৬০-৩৪৫-২২৩৪ ফোন করলে শুনতে হচ্ছে নম্বরটি যাচাই করে পুনরায় ডায়াল করুন। ২৯ জানুয়ারি গ্রুপ-ডি পদে আবেদনের শেষ তারিখ। ফলে হাতে রয়েছে আর প্রায় দু’সপ্তাহ। ৬ হাজার শূন্যপদে গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে। এই পরিস্থিতিতে পড়ে কয়েক হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীরা বেশ বিপাকে পড়েছেন।

হলদিয়া, নন্দীগ্রাম, তমলুক, কাঁথি এবং এগরাতে এই সমস্যা মারাত্মক আকার নিয়েছে। প্রসেনজিৎ দেবনাথ, ইন্দ্রাণী দাস, শুচিস্মিতা মাইতিরা বলেন, “সাইবার ক্যাফেতে গিয়ে বারবার চেষ্টা করেছি। কিন্তু সাইটটি খুলছে না। যার জন্য আবেদন করা যাচ্ছে না। এক সপ্তাহ ধরে টানা চেষ্টা করেও কোনও ফল মিলছে না।’’ জেলার তথ্য আধিকারিক সন্তোষ দাস জানান, “এমন কোন লিখিত অভিযোগ পাইনি। এক্ষেত্রে জেলার কিছু করার নেই। কারণ রাজ্যের পক্ষ থেকে এটা বানানো হয়েছে। তবে সাইটটি না খোলার তো কোন কারণ নেই। খোঁজ নিচ্ছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement