শুভেন্দু অধিকারী।
‘আমরা দাদার সৈনিক’, ‘দাদার অনুগামী’র মতো একাধিক গ্রুপ আগে থেকেই সমাজ মাধ্যমে সক্রিয় ছিল। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনার মধ্যেই এ বার তৈরি হল ‘মহাগুরু দাদা’ নামে নতুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। জানা যাচ্ছে, প্রায় প্রতিটি জেলার জন্যই আলাদা আলাদা গ্রুপ খোলা হয়েছে। শুভেন্দুর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের গ্রুপটিতে জেলায় তৃণমূলের সামনের সারির অনেক নেতাই রয়েছেন।
সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক রদবদলে জেলা পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন শাখা সংগঠনেও এসেছে পরিবর্তন। শুভেন্দুকে দলের শীর্ষ কমিটিতে রাখা হলেও এ সবের মাধ্যমে আদতে তাঁর ক্ষমতা খর্ব করা হয়েছে বলেই রাজনৈতিক মহলের ব্যাখ্যা। বেশ কিছু দিন ধরে দলীয় কর্মসূচি এড়িয়ে চলছেন শুভেন্দুও। সমান্তরাল ভাবে চলছে তাঁর অনুগামীদের দলহীন-জনসংযোগ। গলায় শুভেন্দুর ছবি ঝুলিয়ে কখনও পথচারীদের হাতে রাখি বাঁধছেন তাঁরা, কখনও আবার দুঃস্থ মেধাবীর বাড়িতে পৌঁছে দিচ্ছেন শিক্ষা সরঞ্জাম।
জানা যাচ্ছে, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এ বার শুভেন্দুরও এমন গ্রুপ তৈরিতে তাই আলোড়ন পড়েছে। এই নতুন হোয়াটসঅ্যাপ যে গ্রুপ শুভেন্দুর প্রতি সমর্থন যাচাইয়েই তৈরি হয়েছে, তা মানছেন তাঁর হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনার দায়িত্বে থাকা রাজশেখর দাস। তিনি বলেন, ‘‘নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের ঊর্ধ্বে। তবে শুভেন্দুদাকে কতজন সমর্থন করেন তা যাচাই করে নেওয়ার জন্য রাজ্য জুড়ে একটি লিঙ্কের মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপ চালানো হচ্ছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাল সমর্থনও পাচ্ছি।’’ তবে নতুন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী। তিনি বলেন, ‘‘এ বিষয়ে আমি কিছুই জানি না। যারা এ সব করেছে, তারাই বলতে পারবে।’’
পূর্ব মেদিনীপুর জেলায় এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হয়েছেন, এমন একাধিক শুভেন্দু অনুগামী জানাচ্ছেন, শুভেন্দুর ভাল কাজকর্ম এবং তাঁর মতাদর্শ তুলে ধরার জন্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা হচ্ছে। এর আগে শুভেন্দু অনুগামীরা সমাজ মাধ্যমে যে সব গ্রুপ তৈরি করেছিলেন, সেখানে শুভেন্দুর পাশাপাশি তৃণমূলের কর্মসূচিও গুরুত্ব পেত। কিন্তু নতুন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র শুভেন্দুকে নিয়েই প্রচার করার কথা বলা হয়েছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনার জন্য রাজ্যের ২৩টি জেলাতেই লিঙ্ক পাঠানো হয়েছে। সেই লিঙ্ক শেয়ার করে দেখা হচ্ছে, কতজন গ্রুপে যোগ দিচ্ছেন। তার নিরিখেই যাচাই করা হচ্ছে শুভেন্দুর সমর্থনের ভিত।