ফাইল চিত্র।
রাস্তার ধারে ফুটপাত ক্রমশ ক্ষয় হচ্ছিল। পথচলতি সাধারণ মানুষের অসুবিধে হত বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুজোর আগে ওইসব ফুটপাত পুনর্নির্মাণে উদ্যোগী হল কাঁথি পুরসভা।
শুধু ফুটপাত নয়, আসন্ন পুজোর মরসুম শুরু হওয়ার আগে শহরের নিকাশি, পথবাতি এবং বেশ কয়েকটি রাস্তা কংক্রিট ও পিচের করা হবে কাঁথি শহরে। তার জন্য রাজ্য সরকার ২১ কোটি টাকা পুরসভাকে দিয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে টেন্ডার ডেকে ঠিকাদার নিয়োগ করে কাঁথি শহরের সমস্ত রাস্তার ফুটপাত সংস্কার এবং পুনর্নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন পুর কর্তৃপক্ষ। পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, শহরের ২১ টি ওয়ার্ডের সমস্ত জায়গায় ফুটপাত সংস্কার ও পুনর্নির্মাণের পাশাপাশি ২০টি রাস্তা কংক্রিটের করা হবে। এছাড়াও ২৬টি রাস্তায় নতুন করে পিচ ফেলা এবং ২৩টি পাকা নিকাশি নালা তৈরি করা হবে। একই সঙ্গে ১১টি হাই মাস্ট বাতিস্তম্ভ লাগানো হবে। যার মধ্যে কাঁথি মহকুমা হাসপাতালে তিনটি লাগানো হবে এবং বাকিগুলি শহরের অন্যত্র বসানো হবে। শহরের যে সব এলাকায় পুরনো বাতিস্তম্ভ রয়েছে, সেগুলি সরিয়ে তার জায়গায় এলইডি বাতিস্তম্ভ লাগানো হবে। সমস্ত কাজই পুজোর আগে শুরু করতে চান পুর কর্তৃপক্ষ।
এই সব কাজের জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরসভাকে ২১কোটি টাকা দিয়েছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী বলেন, ‘‘পুরসভার নাগরিক পরিষেবা আরও করতে নিকাশি, রাস্তাঘাট এবং পথবাতির আধুনিকীকরণ করা হচ্ছে। আগামী দিনে নাগরিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আরও নতুন প্রকল্প রূপায়ণ করা হবে।’’