কাঁথি মহকুমা হাসপাতালে আহত তৃণমূল কর্মী। নিজস্ব চিত্র
জমি সংক্রান্ত বিবাদ। যার জেরে এক তৃণমূল কর্মীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। খেজুরি-১ ব্লকের টিকাশি গ্রাম পঞ্চায়েতের ওই ঘটনায় মোড় নিয়েছে রাজনৈতিক তরজায়। আক্রান্ত তৃণমূল কর্মী গুরুতর আহত অবস্থায় কর্মী কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রের খবর, আহত ব্যক্তির নাম নরেন্দ্রনাথ মাঝি। তিনি টিকাশি পঞ্চায়েতের দক্ষিণ কলমদান গ্রামের বাসিন্দা। নরেন্দ্রনাথের ভাই সমরেশ মাঝি জানান, বাড়ির পাশে তাঁদের একটি জমি ছিল। সেই জমি জোরপূর্বক বিজেপির লোকজন দখল করার চেষ্টা করে। নরেন্দ্রনাথ এর প্রতিবাদ করেছিলেন। তাই রবিবার রাতে একদল বিজেপি কর্মী তাঁদের বাড়িতে চড়াও হন। অভিযোগ, তাঁরা পেট্রল ঢেলে দোতালা বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। দাদা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর গায়েও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। নরেন্দ্রনাথের আর্তনাদ শুনে সেখানে ছুটে যান গ্রামের লোকজন। তাঁরা ওই তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। আপাতত সেখানেই নরেন্দ্রনাথের চিকিৎসা চলছে। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর ভাই সমরেশ বলছেন, ‘‘ঘটনার পরেই প্রশাসনকে জানানো হয়েছে। তবু অভিযুক্ত কাউকেই পুলিশ গ্রেফতার করেনি।’’ যদিও এ ব্যাপারে কাঁথির এসডিপিও সোমনাথ সাহা বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’’
পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার পর থেকে নন্দীগ্রামের পাশাপাশি, খেজুরি অশান্ত। গত কয়েকদিন ধরে খেজুরির দুটি ব্লকে একাধিক জায়গায় তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এবার শাসকদলের কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় তরজা শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, "নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে এলাকায় আমাদের দলের কর্মীদের উপরে অত্যাচার করছে বিজেপির লোকজন। বাড়িতে ঢুকে আমাদের দলের এক কর্মীকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ করেছে বিজেপির লোকজন। অভিযুক্তদের গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি।’’ যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। পাল্টা বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, "শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই চলছে তৃণমূলের অন্দরে। প্রথমে পঞ্চায়েত ভোটে বিরোধীদের হটিয়ে ছাপ্পা ভোটে তারা জয়ী হয়েছে। এখন নিজেদের লোককে বাদ দিয়ে আরেক পক্ষ ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের পদাধিকারী হতে চাইছে। তার জন্যই তাদেরই দলের এক কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে আরেকপক্ষ।’’