কাঁথি শহর জুড়ে ভোটের প্রচার

পুরভোটকে কেন্দ্র করে প্রচার জমে উঠেছে কাঁথিতে। নিজেদের মতো করে সব ক’টি দলই প্রচার করছে দিনভর। সোমবার কাঁথি শহরের বিভিন্ন ওয়ার্ডে নিবার্চনী প্রচারে কোথাও সভা করে কোথায় বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা প্রচার চালান। এ দিন বিকেলে ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উত্তম মহাপাত্রের সমর্থনে পদ্মপুকুরিয়াতে একটি সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৫ ০০:৪৮
Share:

কাঁথির ২০ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী নীলরতন সাউকে নিয়ে প্রচারে সিপিএম নেতা তাপস সিংহ। ছবি: সোহম গুহ।

পুরভোটকে কেন্দ্র করে প্রচার জমে উঠেছে কাঁথিতে। নিজেদের মতো করে সব ক’টি দলই প্রচার করছে দিনভর। সোমবার কাঁথি শহরের বিভিন্ন ওয়ার্ডে নিবার্চনী প্রচারে কোথাও সভা করে কোথায় বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা প্রচার চালান। এ দিন বিকেলে ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উত্তম মহাপাত্রের সমর্থনে পদ্মপুকুরিয়াতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। এ ছাড়াও ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাকলি শীটের সমর্থনেও প্রচার চালান দিব্যেন্দু অধিকারী। ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুবল মান্না ও ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সত্যেন্দ্র নাথ জানা ওয়ার্ডে ভোটারদের বাড়ি গিয়ে প্রচার চালান।

Advertisement

পিছিয়ে নেই বামফ্রন্টও। ২০ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী নীলরতন সাহুর সমর্থনে সোমবার প্রচারে নামেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিংহ। প্রার্থী ও দলীয় কর্মীদের নিয়ে তিনি ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে প্রচার চালান। বিজেপির পক্ষ থেকেও ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সন্ধ্যারানি দাস ও ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী আদিত্য গাঁতাইতের সমর্থনে প্রচার চালানো হয়। বিজেপি-র জেলা পর্যবেক্ষক পরিতোষ দাস, কাঁথি নগর মণ্ডলের অমর মাইতি প্রচার করেন। কংগ্রেসের পক্ষ থেকে ২, ৪, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে কাঁথি শহর কংগ্রেস সভাপতি বিশ্বনাথ তেওয়ারি, পূর্বেন্দু মাইতি ও অন্যান্যরা প্রচার চালান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement