ভীমসেন চাতারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। —নিজস্ব চিত্র।
পরিবারের লোকজনের চোখের আড়ালে গলায় হাঁসুয়ার কোপ নিয়ে আত্মঘাতী হলেন সবং জেলার এক মধ্যবয়সি ব্যক্তি। এমনটাই দাবি ওই ব্যক্তির পরিবারের সদস্যদের। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেও দাবি তাঁদের। এই ঘটনার পিছনে আসল কারণ খতিয়ে দেখতে রবিবার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহতের নাম ভীমসেন চাতার (৫৩)। পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের পানপাড়া গ্রামে রবিবার তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়।
বলপাই ৯ নম্বর অঞ্চলের বাসিন্দা ভীমসেনের ছেলে শম্ভু চাতারের দাবি, “সম্প্রতি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন বাবা। মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তাই বাড়ির লোকজন তাঁকে চোখে চোখে রাখত পারত না। আজ (রবিবার) সকালের দিকে বাড়ির সকলে কাজে বেরিয়ে গেলে এমনটা করেছেন।”
ভীমসেনের আত্মঘাতী হওয়ার খবর পেয়ে পুলিশ তাঁর বাড়িতে পৌঁছয়। ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে।