এই পোস্টার পড়েছে গোয়ালতোড়ে নিজস্ব চিত্র।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে পড়ল মাওবাদী নামাঙ্কিত পোস্টার। সেখানে হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয় এক তৃণমূল নেতাকে। যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল।
বৃহস্পতিবার গোয়ালতোড় থানা এলাকায় একটি যাত্রী প্রতীক্ষালয়ের বাইরে উদ্ধার হয় লাল কালিতে লেখা পোস্টারগুলি। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পান ওই পোস্টার। তাঁরাই খবর দেন পুলিশে।
এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি অরুণ পানের নাম লেখা রয়েছে পোস্টারে। তাঁকে তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ অরুণ। তিনি বলেন, ‘‘বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এতে ভয় পাওয়ার কিছু নেই।’’
পুজোর আগে মেদিনীপুর শহর লাগোয়া এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করেছিল কোতোয়ালি থানার পুলিশ। পুজোর পরে ফের পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।