আদিবাসী উন্নয়ন নিয়ে চলছে বৈঠক। —নিজস্ব চিত্র।
মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে আদিবাসী সমাজকে সম্মান করেন, দেশের আর কোনও মুখ্যমন্ত্রী তা করে দেখাতে পারেননি বলে মন্তব্য করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর এবং আদিবাসি উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। তাঁর বক্তব্য, ‘‘পাশের রাজ্য ঝাড়খণ্ডে আদিবাসী মুখ্যমন্ত্রী রয়েছেন। কিন্তু বাংলায় আদিবাসীদের জন্য সরকার যে চিন্তাভাবনা ও পদক্ষেপ করছে, তা সেখানে তো দূর, দেশের কোনও রাজ্যেই হচ্ছে না।’’
শুক্রবার পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের কনফারেন্স হলে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে একটি আলোচনাসভায় যোগ দেন বুলুচিক। সেখানে হাজির ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা, জেলাশাসক রশ্মি কমল-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। আদিবাসী মানুষের সমস্যা নিয়ে সেখানে আলোচনা হয়। আদিবাসী অধ্যুষিত এলাকায় পানীয় জল এবং জমির পাট্টা নিয়েও উচ্চস্তরে আলোচনা চলছে বলে জানান তিনি।
বুলুচিক বলেন, ‘‘আদিবাসী সম্প্রদায়ের ষাটোর্ধ্ব মানুষদের জন্য পেনশনের ব্যবস্থা করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আদিবাসী ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। সরকার পাশে রয়েছে বলেই বিয়ের চিন্তা ছেড়ে পড়াশোনা চালিয়ে যেতে পারছে সকলে। নিজের পায়ের দাঁড়ানোর চেষ্টা করছে।’’