Dilip Ghosh

Dilip Ghosh: বাম আমলে কাজ শুরু উড়ালপুলের, শেষ দিদিমণির সময়ে, মা- বিতর্কে বললেন দিলীপ

যোগী সরকারের বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি ব্যবহার নিয়ে বিতর্ক। এ নিয়ে ইতিমধ্যেই তথ্যের অধিকার আইনের (আরটিআই) সাহায্য নিয়েছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়গপুর শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৭
Share:

মা উড়ালপুল বিতর্কে বামেদের কৃতিত্ব দিলেন দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।

মা উড়ালপুল বিতর্কে বাম আমলের কথা স্মরণ বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ওই উড়ালপুল নির্মাণের কৃতিত্ব বামেদেরই দিচ্ছেন তিনি। দিলীপের মতে, ওই উড়ালপুলটির নির্মাণ কাজ শুরু হয়েছিল বাম আমলে। তা শেষ হয়েছে তৃণমূল সরকারের সময়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা উড়ালপুল নির্মাণের কৃতিত্ব ছিনিয়ে নিয়েছেন বলেও ইঙ্গিত করেছেন দিলীপ।

Advertisement

উত্তরপ্রদেশের যোগী সরকারের বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি ব্যবহার নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এ নিয়ে ইতিমধ্যেই তথ্যের অধিকার আইনের (আরটিআই) সাহায্য নিয়েছে তৃণমূল। এই প্রসঙ্গেই মঙ্গলবার খড়্গপুরে দিলীপ বলেন, ‘‘আরটিআই করার কী আছে? সবাই জানে ওটা। কে অস্বীকার করেছে? যে সংস্থা বিজ্ঞাপন দিয়েছে এবং যে পত্রিকা তারা ভুল স্বীকার করে নিয়েছে। ব্যস ঝামেলা মিটে গেল। কেউ বলেনি আমি বানিয়েছি এটা। তৃণমূলও এটা বানায়নি। বামপন্থীদের আমলেই শুরু হয়েছিল। দিদিমণির সময় শেষ হয়েছে। উনি নিজের ছবি তুলে নিয়েছেন। উনি ছবি তোলেন, ছবি লাগান। উনি কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে নিজে নাম করেন। নতুন কিছু করেন না। সেই জন্য ওদের অত কষ্ট পাওয়ার কোনও কারণ নেই।’’

দিলীপকে নিশানা করে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সুজয় হাজরা পাল্টা বলেন, ‘‘পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে ওঁর ধ্যানধারণা নেই। ওঁর উচিত আরটিআই করে জেনে নেওয়া কার আমলে কতটা কাজ হয়েছে মা উড়ালপুলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব মেনে নিতে পারছেন না বলেই বামফ্রন্টকে কৃতিত্ব দেওয়ার চেষ্টা করছেন। ওই ছবি ব্যবহার করেই প্রমাণ করেছে এ রাজ্যের প্রকৃত উন্নয়নের ধারা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement