প্রার্থী ঘোষণার আগেই হাতের পাশে নাম 

শ্চিম মেদিনীপুরে দু’টি লোকসভা আসন— মেদিনীপুর এবং ঘাটাল। কিছু দিন আগেই মেদিনীপুরের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০০:৪৪
Share:

জল্পনা: কংগ্রেস প্রার্থীর নাম লেখা দেওয়াল সবংয়ে। —নিজস্ব চিত্র।

দল এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। তার আগেই হাত চিহ্নের পাশে প্রার্থীর নাম লেখা হয়ে গেল দেওয়ালে।

Advertisement

সোমবার সকালে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবংয়ে কংগ্রেসের এই দেওয়াল লিখন চোখে পড়ে। সেখানে লেখা হয়েছে, ‘ঘাটাল লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী খন্দকার মহম্মদ সাইফুল্লাহ (সইফুল)- কে এই চিহ্নে ভোট দিন।’ পাশে আঁকা রয়েছে হাতও। সইফুল পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি। এক সময়ে ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিলেন। বয়স সবে তিরিশ পেরিয়েছে।

তবে কি সইফুলই দলের ঘাটাল লোকসভার প্রার্থী, জল্পনা শুরু হয়েছে কংগ্রেসে। এতে কি দলের অনুমোদন রয়েছে? পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান বলেন, ‘‘সবংয়ে দেওয়াল লিখন হয়েছে বলে শুনেছি। বিস্তারিত কিছু জানি না। খোঁজখবর নিচ্ছি!’’ যাঁর নামে দেওয়াল লিখন হয়েছে, সেই মহম্মদ সইফুলও কৌশলে জবাব এড়িয়ে গিয়েছেন। ঘাটালের কংগ্রেস প্রার্থী কি আপনিই? সইফুলের জবাব, ‘‘প্রার্থী চূড়ান্ত করেন দলের হাইকম্যান্ড। শীঘ্রই নাম ঘোষণা হবে বলে শুনেছি।’’ নাম ঘোষণার আগেই তো দেওয়াল লিখন হয়ে গিয়েছে? জেলা যুব কংগ্রেস সভাপতির মন্তব্য, ‘‘সবংয়ে দেওয়াল লিখন হয়েছে বলে আমিও শুনেছি। উৎসাহী কর্মীরা এই কাজ করে থাকতে পারেন!’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পশ্চিম মেদিনীপুরে দু’টি লোকসভা আসন— মেদিনীপুর এবং ঘাটাল। কিছু দিন আগেই মেদিনীপুরের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। নাম ঘোষণা হয়েছে দিল্লি থেকেই। মেদিনীপুরে কংগ্রেসের প্রার্থী হয়েছেন শম্ভুনাথ চট্টোপাধ্যায়। শম্ভুনাথ মেদিনীপুরের প্রাক্তন কাউন্সিলর। শহরের প্রবীণ নেতা। ছ’বার পুরভোটে জিতেছেন। তিনি প্রচারও শুরু করেছেন। মসজিদে গিয়ে মাজারে চাদর চড়িয়েছেন। মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। রবিবার মেদিনীপুরে এসে শম্ভুনাথ সহ দলের কর্মীদের নিয়ে বৈঠক করেছেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

তবে ঘাটালে প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি। এ ক্ষেত্রে গোড়া থেকেই পিছিয়ে কংগ্রেস। অন্তত পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুরে কংগ্রেস প্রার্থীর নাম যখন ঘোষণা হয়েছে, ততক্ষণে তৃণমূল, বিজেপি, সিপিআই দেওয়াল দখলের যুদ্ধে জড়িয়ে পড়েছে। প্রার্থীরাও জোরকদমে প্রচারে নেমে পড়েছেন। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ও বিজেপি প্রার্থী ভারতী ঘোষ তো এলাকা চষে বেড়াচ্ছেন। প্রচার চালাচ্ছেন বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ও। সেখানে এখনও প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি কংগ্রেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement