পথে বামেরা।
বামেদের মিছিলেও মানা হল না করোনা বিধি। কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে বুধবার বিকেলে মেদিনীপুর শহরে ওই মিছিল হয়। ছিল কংগ্রেসও। নেতৃত্বে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মিছিলের শুরুতে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘মিছিলে দূরত্ব বজায় রাখতে হবে। এত ঠাসাঠাসি করলে হবে না। অনেক জায়গা আছে। মিছিল লম্বা হোক, ঠাসাঠাসি হওয়ার দরকার নেই।’’ কিন্তু ঠাসাঠাসি করেই মিছিল এগোয়। কলেজ-কলেজিয়েট মাঠ থেকে বেরিয়ে গোলকুঁয়াচক, বটতলা, কেরানিতলা, কালেক্টরেট মোড়, গাঁধী মূর্তি, পঞ্চুরচক হয়ে কলেজ-কলেজিয়েট মােঠই শেষ হয় সেই মিছিল।
সিপিএমের রাজ্য সম্পাদক এ দিন বলেন, ‘‘বামফ্রন্ট আছে। বামফ্রন্টের বাইরে যে বামপন্থীরা আছেন তাঁরা আছেন। কংগ্রেস আছে। অন্যান্য দলও আছে। এছাড়া তৃণমূল-বিজেপির বিরুদ্ধে যাঁরা থাকবেন, তাঁদের সবাইকে নিয়ে একজোটে লড়াই করতে হবে।’’ মিছিল শেষে তিনি দাবি করেন, যাঁরাই মাওবাদী তাঁরাই এখন তৃণমূল। এখন তো মাওবাদীদের নেতাই তৃণমূলের নেতা। রাজ্যে নারী নির্যাতনের তথ্য মুখ্যমন্ত্রী লুকোচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। আজ, বৃহস্পতিবার আবার মেদিনীপুর শহরে মহামিছিল করবে তৃণমূল। সেখানেও করোনা বিধি শিকেয় ওঠার আশঙ্কা করছেন শহরবাসী। নিজস্ব চিত্র