Protest Of Kurumi Community

কুড়মি বিক্ষোভে ফের ফাটলের ছবি

অনুপ বাদে বাকিদের একাধিক মামলায় অভিযুক্ত করা হয়। পঞ্চায়েত ভোটের আগে ও পরে সকলেই জামিনে জেলমুক্ত হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

 ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ০৮:২৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কুড়মি আন্দোলনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহারের দাবিতে আজ, শুক্রবার থেকে ঝাড়গ্রামে জেলাশাসকের দফতরের সামনে অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে ‘দৌওদিয়াকে খৌওসিয়া’ কেন্দ্রীয় কমিটি। অথচ ওই কর্মসূচিতে থাকছে না কমিটিভুক্ত ‘আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ’। অথচ এই সংগঠমের ‘মহামোড়ল’ (রাজ্য সভাপতি) অনুপ মাহাতোও কিন্তু মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন।গত মে মাসের ওই ঘটনায় অনুপ ছাড়াও কুড়মি সমাজের (পশ্চিমবঙ্গ) নেতা রাজেশ মাহাতো, আদিবাসী জনজাতি কুড়মি সমাজের নেতা শিবাজী মাহাতো-সহ বিভিন্ন কুড়মি সংগঠনের ১৫ জনকে গ্রেফতার করা হয়। অনুপ বাদে বাকিদের একাধিক মামলায় অভিযুক্ত করা হয়। পঞ্চায়েত ভোটের আগে ও পরে সকলেই জামিনে জেলমুক্ত হন। এরপরই রাজেশ, শিবাজীদের ঘাঘর ঘেরা আন্দোলন মঞ্চের পরিধি বাড়িয়ে গঠিত হয় দৌওদিয়াকে খৌওসিয়া কেন্দ্রীয় কমিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement