Puppies

ফাঁড়ির ভিতর আশ্রয় পেল কুকুর ছানারা, খেতে দিচ্ছেন পুলিশকর্মীরা

ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার প্রশান্ত কীর্তনিয়া সময় করে কুকুরছানাদের খাবার দিয়ে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্ষীরপাই শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৭:০৯
Share:

ফাঁড়ির ভিতর খাবার খাচ্ছে কুকুরছানারা। নিজস্ব চিত্র।

রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরছানারা প্রায়শই পথ দুর্ঘটনার বলি হয়। গাড়ি চাপা পড়ে হামেশাই প্রাণ হারায় তারা। সেই কুকুরদের কথা ভেবে এগিয়ে এল পুলিশ। রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরছানাদের তুলে এনে আশ্রয় দিল পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির কর্মীরা।

Advertisement

ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার প্রশান্ত কীর্তনিয়া সময় করে কুকুরছানাদের খাবার দিয়ে আসেন। তিনি ছাড়াও ফাঁড়ির অন্যান্য পুলিশ কর্মীরাও খেয়াল রাখেন ছানাদের। ফাঁড়ির মধ্যেই ঘুরে বেড়ায় ওই কুকুরছানারা। ফাঁড়িতে ঢোকার মুখে একটি সতর্কবার্তাও টাঙানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেখানে লেখা, ‘কুকুরছানা আছে। সাবধানে চলাফেরা করবেন, যাতে ওদের কোনও ক্ষতি না হয়’।

ক্ষীরপাই ফাঁড়িতে বর্তমানে রয়েছে ১১টি কুকুরছানা। দু’টি মা কুকুরও রয়েছে তাদের সঙ্গে। রোজ পুলিশকর্মীরা খাবার দেন তাদের। ভাত, রুটি, বিস্কুটের পাশাপাশি মাঝে মধ্যে মাংসও পড়ে কুকুরছানাদের পাতে।

Advertisement

বিষয়টি নিয়ে প্রশান্ত কীর্তনিয়া বলেছেন, ‘‘গভীর রাতে যখন রাস্তায় পুলিশ ঘোরে তখন কিন্তু অনেক জায়গায় কুকুরকে দেখতে পাওয়া যায় ঘুরতে। ফাঁড়ির বাইরে অনেকগুলি বাচ্চা কুকুর রয়েছে। সে গুলিকে থানার ভেতরে রাখার ব্যবস্থা করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement