খড়্গপুর পুরসভায় তাদের কাউন্সিলরদের জন্য আলাদা ঘরের দাবি তুলল বামেরা। সোমবার বিকেলে ১৬ দফা দাবিতে পুরপ্রধানের কাছে স্মারকলিপি জমা দেন বাম নেতৃত্ব। কিন্তু সে সব দাবি প্রায় নাকচ করে দিয়েছেন পুরপ্রধান প্রদীপ সরকার।
গত মাসেই কংগ্রেসের পাঁচ কাউন্সিলর যোগ দিয়েছেন তৃণমূলে। কিন্তু বামেদের ঘর ভাঙেনি। তাঁদের চার কাউন্সিলরকে নিয়ে এ দিন স্মারকলিপি জমা দিয়ে যেন সে কথাই মনে করিয়ে দিলেন সিপিএমের জোনাল সম্পাদক অনিতবরণ মণ্ডল। এ দিন তিনি বলেন, ‘‘বিভিন্ন স্তরে প্রচার করা হচ্ছে আমাদের কাউন্সিলরেরা তৃণমূলে যোগ দিচ্ছেন। আমাদের কাউন্সিলরেরা কেউ ক্ষমতালোভী নন। এই কর্মসূচিতে আমাদের চার কাউন্সিলরের উপস্থিতি সেই প্রমাণ দিচ্ছে।’’ সে কথা প্রমাণ করতেই তাঁরা আলাদা ঘরের দাবি তুলেছেন বলে মন্তব্য করেছেন পুরপ্রধান। প্রদীপ সরকার বলেন, “বাম-কংগ্রেস মহাজোট কোথায় গেল? এই শহরে কী তবে বাম ও কংগ্রেস কাউন্সিলরেরা একসঙ্গে থাকতে পারছেন না?”
খ়ড়্গপুর পুরসভায় একটি ঘর বরাদ্দ করা রয়েছে বিরোধীদের জন্য। বামেদের দাবি, সেই ঘরে বসেন কংগ্রেস কাউন্সিলররা। কিন্তু গণতান্ত্রিক নিয়ম মেনেই নিজেদের জন্য আলাদা ঘর চাইছেন বলে জানিয়েছেন অনিতবরণ মণ্ডল। সেই সঙ্গে শহরের উন্নয়ন ও পুরসভার কাজে স্বচ্ছতা বজায়ের দাবি জানিয়েছেন তাঁরা।