সমিরুল মোল্লা ও রাজু হরি। — নিজস্ব চিত্র।
রেলপুলিশের লক আপ ভেঙে পালিয়ে যাওয়া দুই যুবককে গ্রেফতার করল খড়্গপুর জিআরপি। মঙ্গলবার সন্ধ্যায় খড়্গপুর টাউন থানা পুলিশের সহযোগিতায় খড়্গপুর জিআরপি এবং শালিমার জিআরপির আধিকারিকরা ওই দুই যুবককে গ্রেফতার করেন।
খড়্গপুরের মালঞ্চ এলাকা থেকে সমিরুল মোল্লা (১৮) এবং রাজু হরি (২২) নামে ওই দুই যুবককে গ্রেফতার করে রেলপুলিশ। ধৃতরা হাওড়ার উলুবেড়িয়া থানার বাজারপাড়া এলাকার বাসিন্দা। গত ১৭ অগস্ট আবাদা স্টেশনের কাছে শুভম হরি (১৭) নামে এক নাবালককে চলন্ত ট্রেন থেকে ফেলে খুন করার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। এ নিয়ে শালিমার জিআরপিতে অভিযোগ জানান নিহতের বাবা কৃষ্ণ হরি। সেই অভিযোগের ভিত্তিতে গত ১৮ অগস্ট দু’জনকে গ্ৰেফতার করে শালিমার জিআরপি।
এর আগে ধৃতদের তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু হেফাজতে থাকাকালীন ২১ অগস্ট ভোররাতে ওই দুই দুষ্কৃতী শালিমার জিআরপির লক আপ ভেঙে পালিয়ে যান। এই খবর পেয়ে শালিমার জিআরপির এক আধিকারিক খড়্গপুরে পৌঁছন। ধৃত দু’জনকে নিয়ে মঙ্গলবার রাতেই রওনা দিয়েছে শালিমার জিআরপির পুলিশ। ডিএসআরপি (হেডকোয়ার্টার) খড়্গপুর চন্দ্রশেখর দাশ বলেন, লক আপ ভেঙে পালিয়ে যাওয়া দু’জনকে উদ্ধার করা হয়েছে খড়্গপুর মালঞ্চ এলাকা থেকে। শালিমার জিআরপি তাদের নিয়ে গিয়েছে।