মৃত হস্তিনী। —নিজস্ব চিত্র
ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হল। এবার ঘটনাস্থল ঝাড়গ্রামের অদূরে ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়া বনাঞ্চলের শুনশুনিয়া জঙ্গল।
ঝাড়গ্রাম থেকে রেলপথে ঘটনাস্থলের দূরত্ব ৩৪ কিলোমিটার। রেল ও বন দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে হাওড়াগামী সম্বলেশ্বরী এক্সপ্রেস কোকপাড়া থেকে চাকুলিয়ার দিকে যাওয়ার সময়ে পাঁচটি হাতির দল শুনশুনিয়ার জঙ্গল এলাকায় ডাউন লাইন পেরোচ্ছিল। হাতির দল দেখে জরুরি ব্রেক কষেন চালক। গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটারের বেশি থাকায় দলের পিছনের হাতিটি লাইন পেরোনোর সময়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। দলের বাকি হাতিরা এসে জখম হাতিটিকে উদ্ধারের চেষ্টা করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হাতিটি উঠে দাঁড়াতে পারেনি। জখম সঙ্গীকে রেখে বাকি হাতিরা জঙ্গলে চলে যায়।
চালক ওয়াকিটকির সাহায্যে চাকুলিয়ার স্টেশনে ঘটনাটি জানান। বৃহস্পতিবার রাত ২টো ৫৫ মিনিটে ঘটনাটি ঘটে। ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি। রেল কর্তৃপক্ষের অভিযোগ, শুনশুনিয়ার রেল লাইনের আশেপাশে হাতিদের অবস্থানের আগাম খবর বন বিভাগ থেকে জানানো হয়নি। জঙ্গলপথে কম গতিতে ট্রেন চালানোর কথা থাকলেও রেলের দাবি, বন দফতরের তথ্য পেলে রেলের গতিবেগ ৪০ কিলোমিটার করা হয়। বুধবার রাতে তথ্য না থাকায় ট্রেনটি দ্রুত গতিবেগে ছিল। চাকুলিয়ার রেঞ্জ অফিসার অশোক সিংহ বলেন, ‘‘স্ত্রী হাতিটি লাইন পেরোনোর সময়ে রাত ২টো ৫৫ মিনিটে ঘটনাটি ঘটে। ওখানে হাতির দল আসার খবর ছিল না। অনুমান, রাতেই দূরবর্তী এলাকা থেকে হাতি ওখানে চলে এসেছিল।’’