Belpahari

ফের তাঁবুতে রাত্রিবাসের সুযোগ

ঝাড়গ্রাম ব্লকের নকাট ও গড়শালবনিতে বেসরকারি দু’টি হোম স্টে কর্তৃপক্ষের উদ্যোগে তাঁবু চালু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলপাহাড়ি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০৬:৪৩
Share:

তাঁবুর বাইরে। নিজস্ব চিত্র

চারপাশে গাছগাছালি। তার মাসে মাঝে আরামদায়ক তাঁবুতে রাত্রিবাস! শীতের মরশুমে বে‌লপাহাড়িতে বন দফতরের উদ্যোগে ফের তাঁবুতে পর্যটকদের থাকার ব্যবস্থা চালু হচ্ছে। নাম দেওয়া হয়েছে ‘বেলপাহাড়ি জঙ্গল ক্যাম্প’।

Advertisement

গত বছর শীতের মরশুমে বেলপাহাড়ি রেঞ্জ অফিস চত্বরে পর্যটকদের জন্য পাঁচটি তাঁবু চালু করেছি‌ল বন দফতর। কিন্তু করোনা আবহের কারণে চলতি বছরের গোড়ায় তাঁবুগুলি খুলে নেওয়া হয়। পরিস্থিতির পরিবর্তন হওয়ায় ফের পাঁচটি তাঁবু খাটানো হয়েছে। প্রতিটি তাঁবুতে দু’জন করে থাকতে পারবেন। তাঁবুগুলির সঙ্গে রয়েছে শৌচাগার। প্রাঙ্গণে গাছ গাছালির মাঝে বসার ব্যবস্থাও রয়েছে। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হলেইচ্চি বলেন, ‘‘ফের পাঁচটি তাঁবু খাটানো হয়েছে। শীঘ্রই পর্যটকেরা বুকিং করতে পারবেন।’’ ডিএফও জানান, ৯৭৩৫৮৫৭৮৩৮ নম্বরে ফোন করে অগ্রিম তাঁবু বুকিং করা যাবে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতি তাঁবুর ভাড়া ১২০০ টাকা। জিএসটি আলাদা। খাওয়াদাওয়ার খরচ আলাদা। পর্যটকেরা গাড়ি নিয়ে এলে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে।

পুজোর সময় থেকে বেসরকারি ভাবেও ঝাড়গ্রাম শহরের অদূরে তাঁবুতে রাত্রিবাসের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। ঝাড়গ্রাম ব্লকের নকাট ও গড়শালবনিতে বেসরকারি দু’টি হোম স্টে কর্তৃপক্ষের উদ্যোগে তাঁবু চালু হয়েছে। তবে এবার সরকারি উদ্যোগে বেলপাহাড়িতে প্রকৃতির মাঝে তাঁবুতে রাত্রিবাস করতে পারবেন পর্যটকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement