Marishda

পদ কাড়তে হুমকি, বিতর্ক নেত্রীর পোস্টে 

কৃষ্ণা মন্ত্রী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত। আগেও শুভেন্দুর সমর্থনে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মারিশদা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০৮:৪৯
Share:

সেই ফেসবুক পোস্ট। নিজস্ব চিত্র।

‘পদ’ কেড়ে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পঞ্চায়েত সমিতির সভানেত্রীর। সমাজ মাধ্যমে এ নিয়ে তাঁর একটি পোস্ট প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে।

Advertisement

বুধবার কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভানেত্রী কৃষ্ণা দাস নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘পঞ্চায়েত সমিতির সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমি বলি, জননেতার জন্য জীবন দিতে প্রস্তুত। কারণ তিনি আন্দোলনের মাধ্যমে নেতা। আমি উপহার প্রাপ্ত পদাধিকারী’।

কৃষ্ণা মন্ত্রী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত। আগেও শুভেন্দুর সমর্থনে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক হয়েছিল। যদিও সে সময় কৃষ্ণার দাবি ছিল, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট হয়েছিল। পরে তিনি তা মুছে দেন। শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনার প্রেক্ষিতে কৃষ্ণার সাম্প্রতিক পোস্ট প্রকাশ্যে আসার পর শোরগোল পড়েছে। কিন্তু কে বা কারা ওই হুমকি দিচ্ছে, তা খোলসা করেননি কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভানেত্রী। কৃষ্ণার কথায়, ‘‘জনসমক্ষে বেরোলে দলেরই একাংশ পদ থেকে সরে যেতে হুমকি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে কী করণীয়, তা নিয়ে যথেষ্ট বিব্রত রয়েছি। এ ব্যাপারে মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও জানিয়েছি।’’

Advertisement

স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে কৃষ্ণার সঙ্গে ব্লক সভাপতির নন্দমাইতির অনুগামীদের বিরোধ তৈরি হয়েছে বলে দাবি। যা একাধিকবার প্রকাশ্যেও এসেছে। যদিও কৃষ্ণার অভিযোগ এ ব্যাপারে জেলা তৃণমূল সভাপতি ও সাংসদ শিশির অধিকারী বলেন, ‘‘এ ধরনের ঘটনা একেবারেই অজানা। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement