ওসিকে সংবর্ধনা দিচ্ছেন জেলা তৃণমূল সভাপতি। নিজস্ব চিত্র
তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা দেওয়া ঘিরেই সংঘর্ষ বেধেছিল তৃণমূল-বিজেপি’র। গোলমাল থামাতে গিয়ে জখম হয়েছিলেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক।
মঙ্গলবার ঘাটাল থানার রানির বাজারে সেই দলীয় অফিস এসেই স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি। তার আগে ঘাটাল থানায় গিয়ে আহত ওসি-র সঙ্গে দেখা করেন অজিত। ঘটনাচক্রে এ িদনই রাজ্য পর্যায়ের পুলিশ দিবসের অনুষ্ঠানটিও হয়েছে। ওসি-র উপর হামলার ঘটনায় অভিযোগের তির বিজেপি-র দিকে। এ দিন জেলা তৃণমূল সভাপতি অজিতও বলেন, ‘‘জেলা জুড়ে মাটি যত আলগা হচ্ছে, বিজেপি ততই বেপরোয়া হয়ে উঠেছে। পার্টি অফিসে তালা মারা, পুলিশকে মারধর ঘাটালের মানুষ মানবেন না।”
২০১৯-এ লোকসভা ভোটের পরপরই তেতে উঠেছিল ঘাটাল থানার রানিরবাজার। তার আগে পঞ্চায়েত নিবার্চনেও সংঘর্ষ হয় ওই এলাকায়। রানির বাজার বিজেপির শক্তঘাঁটি বলেই পরিচিত। গত পঞ্চায়েত ভোটে রানিরবাজার বুথ থেকে তৃণমূল জিতলেও ভাল ভোট পায় বিজেপি। তার পর থেকেই হাওয়া গরম।
দিন কয়েক আগে তৃণমূলের রানির বাজার শাখা কার্যালয়ে তালা ঝোলানোর অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। তার জেরেই গত বৃহস্পতিবার সংঘর্ষ জড়িয়ে পড়ে যুযুধান দুই দল। গোলমালের খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পৌঁছলে ওসির উপর হামলা চালানোর অভিযোগ উঠে। ওই ঘটনায় ছ’জন বিজেপি সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত এখনও অধরা।
ওই ঘটনার পর থেকে রানির বাজারে তৃণমূল কার্যালয় কার্যত বন্ধ ছিল। এ দিন দলীয় কর্মীদের চাঙ্গা করতে সেখানে যান অজিত। দীর্ঘক্ষণ ছিলেন পার্টি অফিসে। স্থানীয় বিধায়ক শঙ্কর দোলই ও ব্লক নেতৃত্বের থেকে এলাকার খোঁজ নেন। কথা বলেন সাধারণ কর্মীদের সঙ্গেও। রানির বাজারে আহত এক তৃণমূল কর্মীর বাড়িতেও যান তৃণমূল নেতৃত্ব। আক্রান্ত এক কর্মীকে দেখতে পৌঁছন ঘাটাল সুপার স্পেশালিটিতে।