Haldia

Haldia: বাবাজিদের তুকতাক ঠেকাতে কড়া পুরসভা

হলদিয়া পুরসভা সূত্রের খবর, পুর এলাকার গ্রামীণ চিকিৎসকদের নিয়ে প্রথমে একটি কর্মশালা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ১৯ মে ২০২২ ০৮:০১
Share:

ফাইল চিত্র।

তুকতাক, ঝাড়ফুক, কোথাও আবার রোগ সারতে ভরসা মাদুলি— মফঃস্বলের প্রত্যন্ত গ্রামীণ এলাকার বহু বাসিন্দার এখনও অগাধ আস্থা ‘বাবাজি’দের উপরে। তাঁদের সেই আস্থায় ভর করে জেলার বহু গ্রামে ‘বাবাজি’দের ব্যবসা পসার ভালই রয়েছে। কিন্তু, বাবাজিদের বদলে চিকিৎসকদের উপরে যাতে আমজনতা ভরসা বেশি করেন, সেই উদ্দেশ্য সচেতনতামূলক কর্মসূচি শুরু করতে চলছে হলদিয়া পুরসভা। সেই কাজে গ্রামীণ চিকিৎসকদের সঙ্গী করা হবে।

Advertisement

হলদিয়া পুরসভা সূত্রের খবর, পুর এলাকার গ্রামীণ চিকিৎসকদের নিয়ে প্রথমে একটি কর্মশালা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই কর্মশালাতে গ্রামীণ চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসা এবং কোন রোগের ক্ষেত্রে প্রাথমিক কী ধরনের পদক্ষেপ করা উচিত, সেই শিক্ষা দেওয়া হবে। বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে চলবে ওই প্রশিক্ষণ শিবির। পরে ওই গ্রামীণ চিকিৎসকদের দিয়েই আমজনতার মধ্যে অজ্ঞাতা দূর করতে প্রচার চালানো হবে। পুরসভার দাবি, প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে গ্রামবাসী যাতে গ্রামীণ চিকিৎসকদের শরণাপন্ন হন, সেই জন্য এই কর্মশালার উদ্যোগ। গ্রামীণ চিকিৎসকেরা যাতে এই কর্মসূচির প্রতি আগ্রহী হন, সে জন্য তাঁদের সংবর্ধনাও দেওয়া হবে।

হলদিয়া মহকুমা এলাকায় মাস কয়েক আগেই এক ‘মাদুলি বাবা’র বাড়বড়ন্ত দেখা গিয়েছিল। আর সমস্ত রোগ তো বটেই, ওই বজরুক মাদুলি পরিয়ে করোনা রোগকেও নিরাময় করার বার্তা দিয়ে বেড়িয়েছিল। ১০০ থেকে এক হাজার টাকা দামে সেই মাদুলি বিক্রি হচ্ছিল দেদার। পরে পুলিশ ওই ভণ্ড ‘বাবা’কে গ্রেফতার করেছিল। সে সময় কয়েকদিন সেই বুজরুকি নিয়ে জোর আলোচনা, সচেতনতা শিবির হলেও এখন ফের পুরনো অবস্থায় ফিরেছ বলে দাবি। তাই উদ্যোগী হচ্ছে পুরসভা। হলদিয়ার পুরপ্রধান সুধাংশু মণ্ডল বলেন, ‘‘হলদিয়ার পুরবাসী যাতে ভণ্ড বাবাদের দ্বারস্থ না হন, সে জন্য গ্রামীণ চিকিৎসকদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। পুরবাসী যেন হাত বাড়ালেই প্রাথমিক ভাবে কোনও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সে জন্য এই উদ্যোগ।’’

Advertisement

কিন্তু বর্তমানে ইন্টারনেটের যুগে এ রকম বুজরুকি ‘বাবাজি’দের বাড় বড়ন্ত হচ্ছে কেন?

এই প্রশ্নের উত্তরে উঠে আসছে সহজে চিকিৎসা পরিষেবা না পাওয়ার তত্ত্ব। হলদিয়া মহকুমার একাধিক প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের অনেকের অভিযোগ, কোনও কোনও ক্ষেত্রে তাঁদের হাতের কাছে স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেই পরিষেবার মান যথেষ্ট নয় এবং খরচ সাপেক্ষ। এই বিষয়টিকে হাতিয়ার করে বুজরুকেরা গ্রামবাসীদের সস্তায় মাদুলি, কবচ, তেলপোড়া, জলপোড়া দেয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে দেভোগ সুস্বাস্থ্য কেন্দ্রের কথা। ওই কেন্দ্রের উপরে হলদিয়া পুরসভার ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ২৮, ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নির্ভরশীল। অভিযোগ, সেখানে চিকিৎসক আসেন মাসে একবার। তাই জ্বর, পেট খারাপ হলে অনেক সময় রোগীকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তেঁতুলবেড়িয়া স্বাস্থ্য কেন্দ্র যেতে হয়। সেখানেও মাত্র একজন চিকিৎসক রয়েছেন। অথচ, ওই স্বাস্থ্যকেন্দ্রের আওতায় প্রায় হাজার ১৫ বাসিন্দা রয়েছেন। স্বাভাবিক ভাবেই বহির্বিভাগে প্রায় সব সময়ই লম্বা লাইন থাকে। ওই স্বাস্থ্য কেন্দ্রে ঠাঁই না হলে এলাকবাসীকে ছুটতে হয় আরও কিলোমিটার দশেক দূরের হলদিয়া মহকুমা হাসপাতালে। সেখানে যেতে গেলে টোটো, অটো বা একটা ভ্যান রিকশা জোটাতে হয়। যাতে যেতে আসতে ২৫০ থেকে ৩০০ টাকা খরচ হয়। এর পরে চিকিৎসা সংক্রান্ত অন্য খরচ তো রয়েছেই। ওই সমস্যায় কথা উল্লেখ করে দেভোগ এলাকার বাসিন্দা বলছেন, ‘‘এত খরচের চেয়ে মাদুলি, কবচ ভাল। ৩০ থেকে ৫০ টাকায় কাজ হয়ে যায়।’’

এই বিষয়গুলি মাথায় রেখেই তাই গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে গরিবেরা ‘বাবাজি’দের খপ্পরে না পড়েন এবং তাঁদের প্রাথমিক ভাবে একটি বিজ্ঞানসম্মত চিকিৎসার আওতায় আনা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement