Attack in Asansol

মন্ত্রী মলয়ের বাড়ির দেড় কিমির মধ্যে দুষ্কৃতী হামলার কিনারা করল পুলিশ, গ্রেফতার চার

রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ির দেড় কিলোমিটারের মধ্যে দুষ্কৃতী হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে রহস্যের কিনারা করল পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১২:০৯
Share:

মলয় ঘটকের বাড়ির দেড় কিলোমিটারের মধ্যে দুষ্কৃতী-হামলার অভিযোগ আসানসোলে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ির দেড় কিলোমিটারের মধ্যে দুষ্কৃতী হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে রহস্যের কিনারা করল পুলিশ। শুক্রবার বেলার দিকে আসানসোলের নর্থ হিলভিউ এলাকার ব্যবসায়ী সুবীর বসুর বাড়িতে আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, চার জনকে গ্রেফতার করা ছাড়াও একটি চার চাকার গাড়ি, দু’টি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করা হয়েছে। চার জনেই আসানসোলের বাসিন্দা। এর আগে একাধিক খুন ও লুটের ঘটনায় যুক্ত তাঁরা। ধৃতদের নাম অখিলেশ সিংহ, রঘুনাথ কর্মকার, মহম্মদ সাদ্দাফ আলাম ওরফে রাজু এবং মহম্মদ তাবরেজ খান।

ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, ‘‘ধৃতদের মধ্যে এক জন ব্যবসায়ী সুবীর বসুর পরিচিত। তিনি জানতেন, সকালে কেউ ব্যবসায়ীকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন ব্যবসার জন্য। সেই টাকা সকাল সকাল লুট করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা ওই ঘটনা ঘটিয়েছে। কিন্তু বাড়ির কর্মচারী মহম্মদ আলির চিৎকারে সুবীর সিঁড়ির কাছে আসেন। দুষ্কৃতীরা উপরে উঠে বন্দুক বার করতেই সুবীর ধাক্কা মেরে ফেলে দেন দুষ্কৃতীদের। এর পরেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। দুষ্কৃতীদের সঙ্গে আরও কেউ জড়িত আছেন বলে জানতে পেরেছি। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement