Kalna

জ্বলজ্বল করে চোখ, মুখে মাস্ক, হাতে ধারালো অস্ত্র! কে সে? আতঙ্কে ঘুম উড়েছে কালনার গ্রামের

রাত হলেই বেরোয় সে। চোখ জ্বলজ্বল করে। মুখে মাস্ক। হাতে ধারালো অস্ত্র। পরনে কখনও সাদা পোশাক, কখনও আবার কালো!

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১২:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাত হলেই বেরোয় সে। চোখ জ্বলজ্বল করে। মুখে মাস্ক। হাতে ধারালো অস্ত্র। পরনে কখনও সাদা পোশাক, কখনও আবার কালো! এমন অজানা মানুষের আতঙ্কে ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের কালনা স্টেশন লাগোয়া নিউমুধুবন এলাকার বাসিন্দাদের।

Advertisement

এলাকাবাসীরা জানাচ্ছেন, বেশ কিছু দিন ধরেই রাতে তাঁরা এক ব্যক্তিকে রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন। তাঁর শরীর চাদর দিয়ে ঢাকা থাকে। ঢাকা থাকে মুখও। কখনও তাঁকে অন্ধকারে রাস্তার এক পাশে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কখনও আবার কারও বাড়ির দরজায় ধাক্কায়! গ্রামবাসীদের অভিযোগ, রাস্তায় শিশু দেখলে তাড়াও করে।

এই পরিস্থিতিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে গ্রামবাসীরা। যদিও তাতেও সুরাহা হয়নি। বাধ্য হয়ে গ্রামবাসীরাই পালা করে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন। স্থানীয় শম্ভু দত্ত বলেন, ‘’১০-১২ দিন ধরে এই ঘটনা ঘটে চলেছে। লোকটার ভয়ে অনেকেই ঘর থেকে বেরোতে পারছেন না।’’ রাইমা দাস বলেন, ‘‘প্রাণ সংশয়ের আশঙ্কা করছি আমরা।’’

Advertisement

হাটকালনা গ্রাম পঞ্চায়েতের সদস্য বিশ্বজিৎ মণ্ডল বলেন, ‘‘আমরা কালনা থানায় গোটা বিষয়টি জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement