আগুন নেভানোর চেষ্টায় দমকলকর্মীরা। — নিজস্ব চিত্র।
আচমকা আগুন লাগল পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। হাসপাতালের শয্যা ছেড়ে পালাতে থাকেন রোগীরা। রোগীর আত্মীয় এবং হাসপাতালের কর্মীদের তৎপরতায় আগুন বেশি ছড়াতে পারেনি। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর ফলে অবশ্য বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, প্রসূতি বিভাগে অক্সিজেনের পাইপ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ হাসপাতালের প্রসূতি বিভাগের একটি শয্যার কাছে আচমকা আগুন দেখতে পাওয়া যায়। আগুন ছড়িয়ে পড়ে এক প্রসূতির শয্যায়। তার জেরে ওই শয্যায় থাকা প্রসূতির কাপড়চোপড় পুড়ে যায়। তাঁকে দ্রুত সরিয়ে নেন পরিজনেরা। ওই বিভাগে প্রসূতিদের পাশাপাশি শিশুরাও ছিল। তার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই বিভাগে। অন্যান্য প্রসূতিদের দ্রুত সরিয়ে নিয়ে যান তাঁদের আত্মীয় পরিজনরা। এমন পরিস্থিতিতে হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতালে। সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন চাঁপারানি দাস নামে এগরার এক মহিলা। তিনি বলেন, ‘‘আমার মেয়ে এবং সদ্যোজাত নাতিকে নিয়ে একটি শয্যায় বসেছিলাম। আচমকা একটি শয্যায় আগুন ধরে যায়। সেই খবর শুনে আমরা হুড়োহুড়ি করে বেরোতে যাই। তাতে কিছুটা চোট পেয়েছি। মেয়ে এবং নাতি ভাল আছে। হঠাৎ কী ভাবে আগুন ধরে গেল তা বুঝতে পারছি না।’’
গৌরী পয়র্যা নামে এক তরুণী বলেন, “আচমকা পাশের শয্যায় আগুন দেখতে পেয়েই তাড়াতাড়ি ছুটে বেরিয়ে যাই হাসপাতাল থেকে। অন্যান্য রোগীদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়। তবে কারও কোনও ক্ষতি হয়নি।’’
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। দমকল সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রসূতি বিভাগের যে অক্সিজেনের পাইপ রয়েছে তা ফেটে গিয়ে আগুন ধরে যায়। তা আঁচ করতে পেরে দ্রুত ওই বিভাগে অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলের ছবি তুলেছেন দমকল আধিকারিকরা। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।