দিলীপের বিরুদ্ধে মামলা 

অভিযোগের ভিত্তিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ জমায়েত ও মানহানির মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব  সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ০৫:২৩
Share:

ফাইল চিত্র।

বিজেপির সভাকে অবৈধ বলে অভিযোগ দায়ের হল দুর্গাচক থানায়। রবিবার হলদিয়ার ক্ষুদিরাম স্কোয়ার সংলগ্ন মাঠে বিজেপির সমাবেশ হয়। সমাবেশে মূল বক্তা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। ‘কাটমানি’ নিয়ে শাসক দলকে বিঁধে একাধিক মন্তব্য করেন তিনি। সোমবার বিজেপির সেই সভাকে অবৈধ আখ্যা দিয়ে দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসুদেবপুরের বাসিন্দা জহরলাল দাস।

Advertisement

তাঁর অভিযোগ, সভা শুরুর আগে পর্যন্ত প্রশাসনিক অনুমতি মেলেনি। তাই ওই সভা বৈধতা পায়নি। তিনি বলেন, ‘‘সভায় করোনা সংক্রান্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মানা হয়নি। তা ছাড়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক তির্যক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গের একজন নাগরিক হয়ে মুখ্যমন্ত্রীর মানহানি হয়েছে বলে মনে করেছি। তাই দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেছি।’’

অভিযোগের ভিত্তিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ জমায়েত ও মানহানির মামলা রুজু করেছে পুলিশ। হলদিয়া টাউন ব্লক তৃণমূল সভাপতি সুধাংশু শেখর মণ্ডল বলেন, ‘‘তৃণমূলের জন্য মানুষের আবেগ কোন জায়গায়, তা এই কাজ দেখলেই বুঝতে পারবেন।’’

Advertisement

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘এরকম মামলা করে বিজেপিকে আটকানো যাবে না। ২০২১-এর ভোটের ফলই বলে দেবে সত্যিটা কী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement